পঞ্জাবে ভারত-পাক সীমান্তের কাছে বিপুল পরিমাণ অস্ত্র, কার্তুজ উদ্ধার করল পঠানকোট পুলিশ। গোয়েন্দা সূত্রে পুলিশ খবর পায়, সীমান্তলাগোয়া নারোত জয়মল সিংহ এলাকা দিয়ে বেআইনি অস্ত্র পাচার হচ্ছে। সেই খবর পাওয়ার পরই নজরদারি শুরু হয় সীমান্ত এলাকায়। পাশাপাশি, অস্ত্রের খোঁজে তল্লাশিও শুরু হয়। সেই সময়েও ওই অস্ত্রগুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের সন্দেহ, রাজ্যে বড় হামলার চক্রান্ত হচ্ছে। আর সে কারণেই এই অস্ত্রগুলি পাচার করা হচ্ছিল। বর্ডার রেঞ্জের ডিআইজি সন্দীপ গয়াল জানিয়েছেন, রিন্ডা নামে পাকিস্তানের এক গ্যাংস্টারের মাধ্যমে এই অস্ত্রগুলি পাঠানো হচ্ছিল। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করেন এই গ্যাংস্টার। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একে ৪৭, ম্যাগাজ়িন, চিন এবং তুরস্কের তৈরি পিস্তল, প্রচুর তাজা কার্তুজ়।
এই অস্ত্র উদ্ধারের পর তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। কোথায় এই অস্ত্র পাঠানো হচ্ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, সেই সব মাথাদের খোঁজে তল্লাশি চলছে। অন্য দিকে, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় আবার পাকিস্তানের ড্রোন উড়তে দেখা গিয়েছে শনিবার রাতে। সঙ্গে সঙ্গে অ্যান্টি ড্রোন সিস্টেম সক্রিয় করে নিরাপত্তাবাহিনী। তার পরই ড্রোন আবার পাকিস্তানের দিকে চলে যায়। সেনা সূত্রে খবর, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে চার বার এই ঘটনা ঘটল।