আদি কৈলাসের পথে বড়সড় ধস নামায় উত্তরাখণ্ডের পিথোরাগড়ে আটকে পড়েছেন কয়েকশো পুণ্যার্থী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) কর্মীরা। রাস্তার উপরে নেমে আসা বড় বড় পাথরের চাঁই সরানোর কাজ শুরু হয়েছে। বিআরও সূত্রে খবর, দ্রুত রাস্তা পরিষ্কার করে পুণ্যার্থীদের কৈলাসযাত্রায় রওনা করানোর চেষ্টা করা হচ্ছে।
পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পুণ্যার্থীরা যাতে কোনও রকম অসুবিধার মধ্যে না পড়েন, তার খেয়াল রাখা হচ্ছে। শুরু হয়েছে রাস্তা পরিষ্কারের কাজও। উত্তরাখণ্ডের ৫,৯৪৫ মিটার উচ্চতায় আদি কৈলাস। বর্ষার মরসুমে এই পথে বেশির ভাগ সময়েই ধস নামে। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে এই ধর্মীয়স্থলকে ‘পঞ্চ কৈলাস’-এর দ্বিতীয় পবিত্র স্থান হিসাবে মনে করা হয়। এই যাত্রাপথের বেশির ভাগটাই যানবাহন চলাচলের উপযোগী। তবে কিছু পথ আবার হেঁটেই যেতে হয়। কারণ যানবাহন চলাচলের উপযোগী নয় ওই পাহাড়ি রাস্তা।
আরও পড়ুন:
সোমবার চামোলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারেও চামোলি, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, বাগেশ্বর এবং পিথোরাগড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে ১৫-২০ জুনের মধ্যে বর্ষা ঢুকবে বলে আশা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।