Advertisement
E-Paper

হিমাচলের চন্দ্রতালে ভারী তুষারপাত, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে শতাধিক পর্যটক, চলছে উদ্ধারকাজ

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, লাহুল এবং স্পিতির চন্দ্রতালের কাছে আটকে রয়েছেন শতাধিক পর্যটক। তাঁদের উদ্ধার করার জন্য সব রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ১১:২৭
chandrataal

চন্দ্রতালে ভারী তুষারপাত হচ্ছে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

হিমাচল প্রদেশের এক প্রান্ত যখন বৃষ্টি, বন্যা পরিস্থিতি আর ধসে নাজেহাল, আর এক প্রান্তে ধরা পড়ল আবহাওয়ার অন্য ছবি। তবে দুর্যোগপূর্ণ। গত কয়েক দিন ধরে রাজ্যের লাহুল এবং স্পিতিতে ভারী তুষারপাত হচ্ছে। আর তার জেরেই গত শনিবার থেকে ওই অঞ্চলে আটকে রয়েছেন শতাধিক পর্যটক।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, শনিবার থেকে লাহুল এবং স্পিতির চন্দ্রতালের কাছে আটকে রয়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধার করার জন্য সব রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে। পর্যটকরা কী অবস্থায় আছেন, সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য হেলিকপ্টারে করে ওই অঞ্চল পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। সেই ভিডিয়ো টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, “এটি লাহুলের চন্দ্রতালের দৃশ্য। সেখানে যে তাঁবুগুলি দেখা যাচ্ছে সেগুলি পর্যটকদের শিবির। ভারী তুষারপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে তাঁদের দ্রুত উদ্ধার করার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে হিমাচল প্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এক সপ্তাহ ধরে বৃষ্টির জেরে রাজ্যের বেশির ভাগ জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও নদীর জল লোকালয়ে ঢুকে প্লাবিত করেছে। জায়গায় জায়গায় পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। জাতীয় সড়ক, সেতু নদীরে জলে ভেসে গিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত এই দুর্যোগে মৃত্যু হয়েছে ৮৮ জনের।

Snowfall himachal pradesh Lahaul-Spiti valley Tourists
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy