Advertisement
১৮ মে ২০২৪

শিলচরে অনশন

বাংলাদেশে সংখ্যালঘু ও যুক্তিবাদীদের খুনের প্রতিবাদে শিলচরে আজ অনশন পালন করল পৃথক বরাক দাবি কমিটি। কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে তাঁরা ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি পেশ করে।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:০৮
Share: Save:

বাংলাদেশে সংখ্যালঘু ও যুক্তিবাদীদের খুনের প্রতিবাদে শিলচরে আজ অনশন পালন করল পৃথক বরাক দাবি কমিটি। কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে তাঁরা ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি পেশ করে।

এ দিন সকাল ৯টা থেকে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে অনশন শুরু হয়। দাবি কমিটির কর্মকর্তা শুভদীপ দত্ত, মজনুল হক-রা বাংলাদেশের ঘটনাগুলির বিরুদ্ধে আওয়াজ তোলেন। বিভিন্ন সংস্থা-সংগঠন অনশনস্থলে গিয়ে তাঁদের সমর্থন জানায়।

শুভদীপবাবু বলেন, ‘‘বাংলাদেশের সংখ্যালঘুরা মোটেও অন্য কোনও রাষ্ট্র থেকে যায়নি। তাঁরা সে দেশের নাগরিক। দেশভাগের শিকার। তাদের খুন করা পুরোপুরি অমানবিক ব্যাপার।’’ বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকার সঙ্গে কথা বলতে আর্জি জানায় পৃথক বরাক দাবি কমিটি। খুব শীঘ্র তাঁরা একই দাবিতে করিমগঞ্জে কুশিয়ারা নদীর তীরে অনশন পালন করবেন বলে শুভদীপবাবু জানিয়েছেন। ওই নদীসীমান্তেই করিমগঞ্জে ভাগ হয়েছে ভারত-বাংলাদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

silchar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE