Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Husband

মূক-বধির স্ত্রীকে দেখতে রোজ হাজির যোগেন

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২১ জুন ২০২১ ০৭:৩৭
Share: Save:

কোভিডে আক্রান্ত সত্তরোর্ধ্ব স্ত্রী মূক ও বধির। যদি তিনি নিজের সমস্যা ও প্রয়োজনের কথা ডাক্তার-নার্সদের বোঝাতে না পারেন- সেই আশঙ্কায় এক দিন অন্তর হাসপাতালে হাজির হন ৮৩ বছরের স্বামী। এই ঘটনায় মুগ্ধ হয়ে দু’জনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হাসপাতালের চিকিৎসক।

বঙাইগাঁও জেলার অভয়াপুরীর অঞ্চলের বাতাবাড়ির বাসিন্দা যোগেন দাস। ৪৫ বছর আগে আসাম রেজিমেন্ট থেকে অবসর নেওয়া এই প্রাক্তন সেনাকর্মী আর তাঁর মূক-বধির স্ত্রীর ভালবাসার কথা গ্রামের সকলেই জানেন। তাঁদের একমাত্র পুত্রসন্তান মানসিক রোগগ্রস্ত। পারিবারিক সমস্যা বা জটিলতা যত বেড়েছে স্বামী-স্ত্রীর টানও বেড়েছে ততই।

সম্প্রতি স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে বইটামারি কোভিড কেয়ার কেন্দ্রে ভর্তি হয়েছেন। যোগেনবাবুর আশঙ্কা, স্ত্রীকে তিনি যেমন বোঝেন, বাকিরা তেমন বুঝবেন না। স্ত্রী তাঁর মনের কথা বোঝাতেও পারবেন না কাউকে। তাই একদিন অন্তরই তিনি বাড়ি থেকে প্রায় ৫০০ টাকা খরচ করে হাসপাতালে হাজির হচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রের দরজার বাইরে স্বামী। দরজার এ পারে স্ত্রী। স্বামী নাগাড়ে সাহস জোগাচ্ছেন স্ত্রীকে। রাখছেন জলদি সেরে ওঠার অনুরোধ। বলছেন, ‘‘একলা থাকতে মোটে ভাল লাগছে না।’’ সকলকে অনুরোধ করছেন, স্ত্রীর যেন যত্ন নেওয়া হয়।

চিকিৎসক ভাস্কর মেধি বলেন, “ওঁদের দু’জনের কথা কানে আসে। বিশ্বাস করুন, কথাগুলো শুনে মনে হয় যেন প্রেম হারাতে চলা বিশ্বে একখণ্ড স্বর্গে বাস করছি। ওঁদের প্রেম দীর্ঘজীবী হোক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Husband
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE