পাঁচ লক্ষ টাকার মাদক-সহ গ্রেফতার হলেন হায়দরাবাদের এক মহিলা চিকিৎসক। ধৃতের নাম নম্রতা চিগুরুপতি। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের এক পাচারকারীর থেকে পাঁচ লক্ষ টাকার মাদক কিনেছিলেন নম্রতা। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তখনই সেই মাদক উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের পাচারকারী বংশ ধাক্করের কাছ থেকে মাদক কিনেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। ধাক্কারের এক সহযোগীকেও হাতেনাতে ধরে ফেলে তারা। পুলিশ জানিয়েছে, হোয়াট্সঅ্যাপে পাচারকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন নম্রতা। পাঁচ লক্ষ টাকার মাদকের বরাত দেন। তার পর মাদকের টাকা অনলাইনে পাচারকারীকে পাঠান চিকিৎসক।
তদন্তকারী আধিকারিক বেঙ্কান্না জানিয়েছেন, পাচারকারীর সঙ্গে পরিচয় রয়েছে চিকিৎসকের। রায়দুর্গমে তাঁর বাড়িতে মাদক পৌঁছে দেওয়া হয়। নজরদারিতে ছিলেন চিকিৎসক। পাচারকারীরা তাঁর বাড়িতে পৌঁছোতেই ধরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, নিয়মিত মাদক দেন চিকিৎসক। ৭০ লক্ষ টাকা খরচ করেছেন মাদক কিনতে। পুলিশ জানিয়েছে, চিকিৎসক মাদক সেবন করতেন, না কি পাচার করতেন, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।