বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলাকে হাতিয়ার করে ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে দাবি করলেন আসাদুদ্দিন ওয়েইসি। এক অনুষ্ঠানে শনিবার ওয়েইসি বলেন, ‘‘ভারত সরকারের উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে মহম্মদ ইউনূস সরকারের সঙ্গে কথা বলা। বাংলাদেশের এই ধরনের ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন?’’
ওয়েইসি বলেন, ‘‘আমি শুক্রবার সংসদে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হয়েছি। কিন্তু বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন কেন? এখান থেকে তিনি বক্তব্য প্রচারই বা করছেন কেন? ভারত সরকার কি তাঁর বক্তব্যকে সমর্থন করে?’’
গত কয়েক দিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু-নির্যাতনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সক্রিয় বিজেপি। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন অভিযান, পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত অবরোধ, কলকাতার রানি রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলির সমাবেশে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে ধৃত চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছে বিজেপি। বিজেপি-বিরোধীদের মতে, বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি। এই প্রেক্ষিতে আসাদুদ্দিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত রাজনীতিকদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)