Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rain

হু হু করে জল বাড়ছিল, চোখের পলকে ভেসে গেল আসবাব…

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাফিজ বাবানগর, ওমর কলোনি, ফুলবাগ, ইন্ডিয়া নগর, রাজীব নগর এবং শিবাজি নগর-সহ বহু এলাকায়।

জলে প্লাবিত। ছবি: পিটিআই।

জলে প্লাবিত। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৭:১৫
Share: Save:

জলে হাবুডুবু খাচ্ছে হায়দরাবাদ। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে চার দিক। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আরও বেশি। জলের তলায় বহু বাড়ি। গত শনিবার থেকে গোটা হায়দরাবাদের ছবিটা ঠিক এ রকম।

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাফিজ বাবানগর, ওমর কলোনি, ফুলবাগ, ইন্ডিয়া নগর, রাজীব নগর এবং শিবাজি নগর-সহ বহু এলাকায়। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি হায়দরাবাদের চন্দ্রায়ন গুট্টার।

ভিডিয়োতে দেখা যাচ্ছে কী ভাবে আধঘণ্টার মধ্যে জলের স্তর বেড়ে তা রাস্তা ছাপিয়ে বসতি এলাকায় একের পর এক ঘর প্লাবিত করেছে। একই রকম দৃশ্য ধরা পড়েছে ফুলবাগেও। ঘরের ভিতরে বৃষ্টির জলে আসবাবপত্র ভাসছে। ফুলবাগের বাসিন্দা আমজাদ জানান, চোখের নিমেষে ঘরে জল ঢুকতে শুরু করে। কোনও আসবাবপত্র সরানোর সুযোগ পাননি। চোখের সামনে সব জলে ভেসে গিয়েছে।

বাসিন্দারা কেউ অন্যত্র সরে গিয়েছেন। কেউ আবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। গোটা হায়দরাবাদ জুড়ে গত কয়েক দিনে এ রকমই ধ্বংসের ছবি ধরা পড়েছে। ১৯০৮-এর পর এই নিয়ে দ্বিতীয় বার এত বৃষ্টির মুখোমুখি হয়েছে হায়দরাবাদ, এমনটাই জানিয়েছে সেখানকার আবহাওয়া দফতর। নীচু এলাকা থেকে ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জোর কদমে উদ্ধারকাজও চলছে বলে প্রশাসন সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rain Hyderabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE