তাঁকে ‘এনকাউন্টার’ করা হতে পারে। একটি অজ্ঞাত জায়গা থেকে ভিডিয়োবার্তায় এমনই আশঙ্কা প্রকাশ করলেন পঞ্জাবের আম আদমি পার্টির (আপ) বিধায়ক হরমিত সিংহ পাঠানমাজরা। শুধু তা-ই নয়, তিনি পুলিশের উপর হামলার অভিযোগও অস্বীকার করেছেন।
ভিডিয়োবার্তায় বিধায়ক দাবি করেছেন, তিনি প্রাণহানির আশঙ্কা করছেন। আর সেই ভয়েই পালিয়ে বেড়াচ্ছেন। বিধায়ক বলেন, ‘‘পুলিশের মধ্যে থাকা আমার একটি সূত্র বলেছে যে, আমাকে এনকাউন্টারের পরিকল্পনা করা হচ্ছে। আট জন পুলিশ সুপার, আট জন ডেপুটি পুলিশ সুপার, পাঁচ জন স্টেশন হাউস অফিসার এবং এনকাউন্টার স্পেশালিস্ট বিক্রম ব্রার-সহ প্রায় একশো পুলিশ গ্রেফতার করতে গিয়েছিল। পুলিশকে সম্মান জানাই। কিন্তু আমার বিরুদ্ধে যে ভাবে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, সেই ঘটনায় হতাশ।’’
আরও পড়ুন:
বিধায়কের হদিস পেতে যখন তন্ন তন্ন করে খোঁজ চালাচ্ছে পঞ্জাব পুলিশের গ্যাংস্টার দমনকারী টাস্ক ফোর্স (এজিটিএফ), সেই সময় একটি ভিডিয়োবার্তায় সমাজমাধ্যমে প্রকাশ করে বিধায়ক হরমিত দাবি করলেন, পুলিশের উপর হামলা চালাননি তিনি। কিন্তু কোথা থেকে বিধায়ক এই ভিডিয়ো করেছেন, সেটি স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর। সেই ভিডিয়োটি খতিয়ে দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। পাটিয়ালা রেঞ্জের ডিআইজি কুলদীপ চহাল জানিয়েছেন, বিধায়ক পলাতক। তাঁর খোঁজ চলছে।
পটীওয়ালা পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রদীপ বাজওয়া বলেন, ‘‘মঙ্গলবার হরিয়ানায় বিধায়কের আত্মীয়ের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলাম। বিধায়ককে গ্রেফতার করা হয়। কিন্তু এক দল গ্রামবাসী এবং কিছু দুষ্কৃতী সেই সময় পুলিশকে ঘিরে ধরে হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’’ কিন্তু এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক। বিধায়কের সঙ্গী বলবিন্দর সিংহকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিধায়ক পলাতক। বিধায়কের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার কারনালে বিধায়ককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।