এই সেই বিজ্ঞাপন। ছবি সৌজন্য টুইটার।
মৃত্যুর শংসাপত্র নিয়ে এক অদ্ভুত বিজ্ঞাপন ঘিরে জোর চর্চা চলছে সমাজমাধ্যমে। অনেকে আবার এমন বিজ্ঞাপন দেখে ভ্রূ-ও কুঁচকোচ্ছেন। এ আবার কেমন বিজ্ঞাপন? কিন্তু এই বিজ্ঞাপনই এখন আলোচনার মধ্যমণি।
কী সেই বিজ্ঞাপন, যেটিকে ঘিরে এত কৌতূহল, আলোচনা, রসিকতা? আইপিএএস আধিকারিক রুপিন শর্মা তাঁর টুইটার হ্যান্ডলে সেই বিজ্ঞাপনের ছবি শেয়ার করেছেন। সেই বিজ্ঞাপনে রঞ্জিতকুমার এক বিজ্ঞাপনদাতা লিখেছেন, ‘গত ০৭/০৯/২২ তারিখে লামডিং বাজারে আমার মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছি। সময় আন্দাজ সকাল ১০টা। রেজিস্ট্রেশন নম্বর:৯৩/১৮। এসএল নং: ০০৬৮১৩২।’
It happens only in #India pic.twitter.com/eJnAtV64aX
— Rupin Sharma (@rupin1992) September 18, 2022
খবরের কাগজে নিখোঁজের নানা রকম বিজ্ঞাপন দেখা যায়। কিন্তু এমন অদ্ভুত বিজ্ঞাপন আগে কখনও কেউ দেখেছেন? বিজ্ঞাপনটি সমাজমাধ্যমে ছড়াতেই নানা রকম মজার মজার মন্তব্যও উঠে এসেছে। কেউ বলেছেন, ‘বিজ্ঞাপনদাতা কি স্বর্গ থেকে বিজ্ঞাপনটি লিখেছেন?’ কেউ আবার লিখেছেন, ‘আচ্ছা, শংসাপত্রটা যদি খুঁজে পাই, তা হলে কোন ঠিকানায় পাঠাব, স্বর্গ না নরক?’
এক টুইটার গ্রাহক আবার লিখেছেন, ‘এটি অ্যাড-ভূত!’ আবার এক জন বলেছেন, ‘দয়া করে শংসাপত্রটি পেলেও দেরি করবেন না যেন! না হলে ভূত রেগে যাবে।’
তবে একাংশ আবার বলছেন, নিছকই নজর কাড়ার জন্য এ ধরনের বিজ্ঞাপনের আয়োজন। সে যা-ই হোক না কেন, এই অদ্ভুত বিজ্ঞাপন কিন্তু নেটিজেনদের মধ্যে একটা শোরগোল ফেলে দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy