মহড়ার সময় চেন্নাইয়ের তাম্বারমে ভেঙে পড়ল বায়ুসেনার একটি বিমান। শুক্রবার সকালে রুটিন মহড়া চলছিল বায়ুসেনার। সেই সময় পিলাটাস পিসি-৭ বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। তার পর সেটি গোত্তা খেয়ে আছড়ে পড়ে। তবে জানা গিয়েছে, লোকালয় থেকে কিছুটা দূরে ভেঙে পড়েছে বিমানটি।
জানা গিয়েছে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরই পাইলট ‘ইজেক্ট’ করে বেরিয়ে আসেন। তিনি সুরক্ষিত আছেন বলে বায়ুসেনা সূত্রে খবর। বায়ুসেনার তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে কারও প্রাণহানি হয়নি। কোনও সম্পত্তিরও ক্ষতি হয়নি। তবে কী ভাবে বিমান দুর্ঘটনা হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এ বছরের গোড়াতে বায়ুসেনার বেশ কয়েকটি বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটে। সেই তালিকায় এ বার জুড়ল চেন্নাইয়ের এই ঘটনাও। গত জুলাইয়ে রাজস্থানের চুরুতে মহড়ার সময় ভেঙে পড়ে জাগুয়ার বিমান। দুই পাইলটের মৃত্যু হয় সেই ঘটনায়। গত মার্চেও হরিয়ানার অম্বালায় আরও একটি জাগুয়ার বিমান ভেঙে পড়ে। যদিও সেই ঘটনায় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। গুজরাতের জামনগরেও আরও একটি জাগুয়ার বিমান দুর্ঘটনার শিকার হয়।