Advertisement
২০ এপ্রিল ২০২৪
IAF

ভারতীয় বায়ুসেনা পেল অত্যাধুনিক মার্কিন কপ্টার অ্যাপাশে

গত ফেব্রুয়ারিতেই ভারতের হাতে এসেছে মার্কিন হেলিকপ্টার চিনুক সিএইচ-৪৭এফ (আই) হেলিকপ্টার। এ বার অ্যাপাশের অন্তর্ভুক্তি বায়ুসেনার শক্তি তো বাড়ালই, সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র আরও মজবুত হল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

অ্যাপাশে এএইচ ৬৪ই হেলিকপ্টার।

অ্যাপাশে এএইচ ৬৪ই হেলিকপ্টার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০১৯ ১৩:৩৬
Share: Save:

ভারতীয় বায়ুসেনার হাতে এল মার্কিন সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে এএইচ ৬৪ই। অ্যারিজোনায় এয়ার মার্শাল এ এস বুটেলা-র হাতে শনিবার এই হেলিকপ্টার তুলে দেন বোয়িং কর্তৃপক্ষ। টুইট করে এমনটাই জানিয়েছে বায়ুসেনা।

২০১৫-র সেপ্টেম্বরে ২২টি অ্যাপাশে হেলিকপ্টার কেনার জন্য মার্কিন সরকার এবং বোয়িং-এর সঙ্গে চুক্তিতে সই করে ভারত। সেই চুক্তি অনুযায়ী এ দিন ভারতের হাতে হেলিকপ্টারটি তুলে দেয় আমেরিকা। বায়ুসেনা সূত্রে খবর, এ বছরের জুলাইয়ে এই অ্যাটাকিং হেলিকপ্টারের প্রথম ব্যাচটি ভারতে এসে পৌঁছবে। এই হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণের জন্য বাছাই করা এয়ার ক্রু এবং গ্রাউন্ড ক্রু ইতিমধ্যেই পাঠানো হয়েছে আলাবামার ফোর্ট রাকারে।

গত ফেব্রুয়ারিতেই ভারতের হাতে এসেছে মার্কিন হেলিকপ্টার চিনুক সিএইচ-৪৭এফ (আই) হেলিকপ্টার। এ বার অ্যাপাশের অন্তর্ভুক্তি বায়ুসেনার শক্তি তো বাড়ালই, সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র আরও মজবুত হল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এএইচ৬৪ই অ্যাপাশে গ্রুপের মধ্যে সর্বাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার। এটি চার ব্লেডের অ্যাটাকিং কপ্টার। লক্ষ্যে সরাসরি আঘাত হানতে এই হেলিকপ্টারে রয়েছে নোজ-মাউন্টে়ড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম। এ ছাড়া রয়েছে ৩০এমএম এম ২৩০ চেন গান। এটির গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

আরও পড়ুন: ‘বিভেদের গুরু’, মোদীর বিরুদ্ধে সরব টাইম পত্রিকা

আরও পড়ুন: বিজেপিতে যোগ! বিপ্লবের দাবি ওড়ালেন শুভেন্দু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE