যান্ত্রিক ত্রুটির জন্য ফের ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর পণ্যবাহী কপ্টার ‘এমআই-১৭’। প্রাণ হারালেন বায়ুসেনার ছয় আধিকারিক। প্রাণ হারিয়েছেন এক জন সাধারণ মানুষও। জম্মু-কাশ্মীরের বাদগাম জেলায়, বুধবার।
বাদগাম জেলা পুলিশের সুপার জানিয়েছেন, এ দিন সকাল ১০টা নাগাদ বাদগামের গারেন্দ কালান গ্রামে একটি মাঠের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি পণ্যবাহী কপ্টার ‘এমআই-১৭’।
যদিও, বেলা গড়ানোর পর পাকিস্তানের একটি দাবির প্রেক্ষিতে বাদগামের এই ঘটনা নিয়ে সন্দেহ-সংশয় দানা বাঁধে। পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেন, ‘‘আমরা গুলি করে নামিয়েছি ভারতের দু’টি বিমান। তার একটি ভেঙে পড়েছে পাক-অধিকৃত কাশ্মীরে। অন্যটি পড়েছে জম্মু-কাশ্মীরের বাদগাম জেলায়।’’