Advertisement
E-Paper

‘আমি অর্থমন্ত্রী হলে নোট বাতিলের ঘোষণার দিনই পদত্যাগ করতাম’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নয় নয় করে আটখানা বাজেট পেশ করেছেন তিনি। নোটবন্দির বাতাবরণে অরুণ জেটলির বাজেটের মোকাবিলায় বৃহস্পতিবার তাঁকেই এগিয়ে দিয়েছিল কংগ্রেস। নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করলেন, জেটলির বাজেট মিয়োনো মুড়ি ছাড়া আর কিছুই নয়। সংস্কারের পথে দৃপ্ত পদক্ষেপ করার যে সুযোগ ছিল তা হেলায় হারিয়েছেন বিজেপির অর্থমন্ত্রী। তিনি নিজে ওই পদে থাকলে কী করতেন? সাংবাদিক বৈঠকের পরে আনন্দবাজারের প্রশ্নের উত্তরে পি চিদম্বরম।

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪৩

বলা হচ্ছে, অরুণ জেটলিকে কার্যত অন্ধকারে রেখেই নোট নাকচের সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। আপনি যদি জেটলির জায়গায় থাকতেন, তা হলে কী করতেন?
আমি অর্থমন্ত্রী হলে ৮ নভেম্বর, নোট বাতিলের ঘোষণার দিনই পদত্যাগ করতাম।

আর নোট নাকচের পরের বাজেট সামলাতেন কী ভাবে?
উৎপাদন শুল্কের হার কমাতাম, যাতে বাজারে চাহিদা বাড়ে, তাতে কয়েক কোটি মানুষ, শিল্প-ব্যবসা লাভবান হতো। ২০১২-য় অর্থ মন্ত্রকে ফিরে এসে বিশ্ব জোড়া মন্দার হাত থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে এই কাজটিই করেছিলাম।

আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। তাতে দারিদ্র মোচন ও চাকরি তৈরি হতো।

আয়কর আইনে ৮৫টা বদল করা হয়েছে, যা সাধারণ করদাতার বোধগম্যতার বাইরে। আইনে অসঙ্গতি ও ফাঁকফোকর রুখতে হলেও এই কাজ শেষ হওয়ার নয়। উচিত ছিল, খসড়া প্রত্যক্ষ কর বিধি সময়োপযোগী করে চালু করে দেওয়া।

জেটলি করছেন, এমন কী কী কাজ করতেন না?
রাজকোষ ঘাটতির শৃঙ্খলা ভাঙতাম না। এটা ঠিক কাজ হয়নি। আগামী অর্থ বছরের ঘাটতি ৩ শতাংশে বেঁধে রাখা উচিত ছিল। তার বদলে ঘাটতির লক্ষ্যমাত্রা ৩.২% করা হয়েছে। দেশি-বিদেশি লগ্নিকারীরা একে ভাল চোখে দেখবেন না।

এই বাজেটে প্রশংসা করার মতো কিছুই কি নেই?
কিছু ভাল নিশ্চয়ই আছে। যেমন ৩ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে নিষেধাজ্ঞা, রাজনৈতিক দলের চাঁদায় স্বচ্ছতা আনতে নির্বাচনী বন্ড, গৃহহীনদের জন্য ১ কোটি ঘর, ফসল বিমার পরিধি বাড়ানো, প্রায় ২৫ শতাংশ অতিরিক্ত মূলধনী ব্যয় (অবশ্য যদি অর্থের সংস্থান করা হয়ে থাকে), এগুলি অবশ্যই প্রশংসনীয়।

P. Chidambaram Budget 2017
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy