Advertisement
৩০ এপ্রিল ২০২৪

গুলিতে মৃত্যু চোরাশিকারির

বনরক্ষীদের গুলিতে এক শিকারির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মরিগাঁওয়ের পবিতরা অভয়ারণ্যে। বনকর্তারা জানান, গত কাল রাতে পাগলাডোবা বন শিবিরের কাছে টহলদার বনরক্ষীরা শিকারিদের দলটিকে দেখতে পায়। দু’পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট গুলির লড়াইয়ের পরে এক শিকারি মারা যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মৃত শিকারি নাগা।

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০৩:১১
Share: Save:

বনরক্ষীদের গুলিতে এক শিকারির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মরিগাঁওয়ের পবিতরা অভয়ারণ্যে। বনকর্তারা জানান, গত কাল রাতে পাগলাডোবা বন শিবিরের কাছে টহলদার বনরক্ষীরা শিকারিদের দলটিকে দেখতে পায়। দু’পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট গুলির লড়াইয়ের পরে এক শিকারি মারা যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মৃত শিকারি নাগা। তাকে সাহায্য করতে আসা ভুরাগাঁও-টেঙাগুড়ির বাসিন্দা জিয়াবুর রহমান ও জনাব আলি নামে অন্য দুই শিকারিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া গিয়েছে একটি .৩০৩ রাইফেল ও ৭ রাউন্ড তাজা কার্তুজ। উল্লেখ্য, পবিতরায় এখন শতাধিক গন্ডার রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

morigaon hunter forest police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE