পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানকে অর্থ সাহায্য দেওয়া থেকে আন্তর্জাতিক অর্থ ভান্ডারকে (আইএমএফ) বিরত করতে পারেনি নয়াদিল্লি। কিন্তু সন্ত্রাসবাদে পুঁজি জোগানের ক্ষেত্রে নজরদারি সংস্থা এফএটিএফ আজ যে ভাবে তীব্র ভাষায় পহেলগাম কাণ্ডের নিন্দা করেছে, তাতে সাউথ ব্লক খুশি। কূটনৈতিক শিবিরের মতে, ওই ঘটনার পর ধারাবাহিক ভাবে পাকিস্তানের হাত নিয়ে ভারত তথ্যপ্রমাণ দিয়ে গিয়েছে এই সংস্থাকে। নির্দিষ্ট একটি প্রতিনিধিদল গিয়ে এফএটিএফ-র কর্তাদের সঙ্গে বৈঠকও করেছে গত মাসে। ভারতের কূটনৈতিক দৌত্যেরও একটা ফল আজকের এই বিবৃতি, দাবি করা হচ্ছে ঘরোয়া ভাবে।
কূটনৈতিক শিবির বলছে, আজ যে ভাবে সরব হয়েছে এই সংস্থা, তা যথেষ্টই বিরল। একটি বিবৃতি দিয়ে তারা বলেছে, ‘‘বিশ্ব জুড়ে জঙ্গি হামলা শুধু প্রাণ কেড়ে নেয় না, আতঙ্ক এবং বিভীষিকাও ছড়ায়। ২২ এপ্রিল ভারতের পহেলগামের হামলা নিয়ে আমরা গভীর উদ্বেগে এবং একই সঙ্গে এর তীব্র নিন্দা করছি।’’
এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান যোগের কথা সরাসরি উল্লেখ করেনি তারা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে জানিয়েছে, সন্ত্রাসে অর্থ-সাহায্য রুখতে তারা একটি নতুন কাঠামো তৈরি করতে চলেছে। তাদের বক্তব্য, এই ধরনের জঙ্গি আক্রমণ কোনও ভাবেই সম্ভব হত না, যদি না তার পেছনে অর্থ এবং সন্ত্রাসবাদী সংগঠনকে আর্থিক ভাবে সাহায্য করা না হত।
এই সংস্থার বক্তব্য, একাধিক দেশের উপর নজরদারি চালিয়ে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, তা স্পষ্ট করা হচ্ছে। সেই অনুযায়ী সন্ত্রাসে অর্থ জোগান সংক্রান্ত ঝুঁকিগুলিকে চিহ্নিত করে নতুন নির্দেশিকাও তৈরি করা হচ্ছে।
সূত্রের মতে, এফএটিএফ এ ভাবে কোনও ঘটনাকে নিন্দা করে বিবৃতি দিচ্ছে— এমন ঘটনা একান্ত বিরল। গত দশ বছরে এমন ঘটনা ঘটল মাত্র তিনবার। এর আগে ২০১৫ এবং ২০১৯-এ এমনটি ঘটেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)