অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পরেই অজমেঢ় সাহিত্য উৎসব থেকে বাদ পড়েছে নাসিরুদ্দিন শাহর অনুষ্ঠান। নাসিরকে দেশদ্রোহী বলে গাল পেড়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানের টিকিট কেটে দেওয়া হয়েছে তাঁকে। এই আবহে শনিবার বাউন্সার ছুড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
লাহৌরে এ দিন এক অনুষ্ঠানে ইমরান বলেন, ‘‘আমি মোদী সরকারকে দেখিয়ে দেব, কী ভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয়।’’ নাসিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘‘ভারতে তো অনেকেই বলছেন, সেখানে নাগরিক হিসেবে এখন সংখ্যালঘুদের সমান দৃষ্টিতে দেখা হচ্ছে না।’’
ইমরানের এই মন্তব্য নাসির-বিতর্কে স্বাভাবিক ভাবেই নতুন মাত্রা যোগ করল। অনেকে বলছেন, ইমরান মুখ খোলায় গেরুয়া শিবিরেরই সুবিধা হবে। নাসিরের মতো কণ্ঠস্বরকে আরও বেশি করে পাকিস্তানপন্থী বলে প্রচার করার অস্ত্র পেয়ে যাবে তারা। অন্য দিকে আর একটি মহলের মত হল, ইমরান সুচতুর ভাবে এই আবহে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে দেখানোর চেষ্টা করছেন। সন্ত্রাস দমন প্রসঙ্গে আন্তর্জাতিক মহলে তাঁর যে চাপ বাড়ছে, তার মোকাবিলায় তিনি উদারমনস্ক, নয়া পাকিস্তানের ছবি আঁকার চেষ্টা করছেন।