Advertisement
০২ এপ্রিল ২০২৩

মাঝ আকাশেও ফোন, অনুমতি টেলি কমিশনের

অবশেষে ভারতের আকাশেও বিমান থেকে ফোন করা বা মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা মিলতে চলেছে। ট্রাইয়ের সুপারিশ মেনে মঙ্গলবার সেই প্রস্তাবে সায় দিয়েছে টেলিকম কমিশন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০২:২৬
Share: Save:

অবশেষে ভারতের আকাশেও বিমান থেকে ফোন করা বা মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা মিলতে চলেছে। ট্রাইয়ের সুপারিশ মেনে মঙ্গলবার সেই প্রস্তাবে সায় দিয়েছে টেলিকম কমিশন।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রের খবর, এ বার প্রস্তাবটি যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে। তবে কমিশন সায় দেওয়ার পরে, তা শুধু নিয়মরক্ষা বলেই মনে করছে টেলি শিল্প। চার মাসের মধ্যেই এই সুবিধা চালু হবে বলে তাদের আশা। এই সায়ে খুশি এয়ার ইন্ডিয়া, বিস্তারার মতো বিমান সংস্থাগুলিও।

বহু আন্তর্জাতিক উড়ানে এখন এই পরিষেবা পাওয়া যায়। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং এ নিয়ে নীতির অভাবে ভারতের আকাশে তা মিলত না। টেলিকম দফতর (ডট) ট্রাইয়ের কাছে এই বিষয়ে মতামত চেয়েছিল। জানুয়ারিতে তাতে প্রাথমিক ছাড়পত্র দেয় ট্রাই। তারা জানায়, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরে ন্যূনতম ৩,০০০ মিটার উচ্চতায় ওড়া বিমানে এই পরিষেবা চালু করা উচিত। উল্লেখ্য, মাটি ছেড়ে আকাশে ওড়ার চার-পাঁচ মিনিটের মধ্যে বিমান সেই উচ্চতায় পৌঁছয়।

মঙ্গলবার কমিশনের বৈঠকের পরে টেলিকম সচিব অরুণা সুন্দররাজন জানান, কমিশন ট্রাইয়ের সুপারিশ মেনে নিয়েছে। লাইসেন্স ও অন্যান্য বিষয়ের শর্ত ঠিক হয়ে গেলে, তিন-চার মাসের মধ্যে ভারতেও ওই পরিষেবা চালু হবে। দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দিয়ে বিমানমন্ত্রী সুরেশ প্রভু এ দিন বলেছেন, ‘‘এই ছাড়পত্র আগামী দিনে ভারতের আকাশে উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে।’’

Advertisement

বিদেশের আকাশে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল পরিষেবার সুযোগ মেলে। যাত্রী তাঁর ক্রেডিট কার্ড দিয়ে বিমানে থাকা স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারেন। অথবা বিমানের স্যাটেলাইট ভিত্তিক ওয়াই-ফাই পরিষেবার মাধ্যমে নিজের ফোনে নেট ব্যবহার বা হোয়াট‌সঅ্যাপ-কল করতে পারেন। এ বার ভারতেও সেই পথ খুলল। তবে কী কী সুবিধা মিলবে, তা আগামী দিনে স্পষ্ট হবে বলে শিল্পমহলের দাবি।

আকাশপথের পাশাপাশি এই সিদ্ধান্তে ভারতের জলসীমার মধ্যে থাকা জাহাজেও মোবাইল পরিষেবা চালু হবে বলে এ দিন জানান টেলিকম সচিব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.