তিন বছরের একটি ঘুমন্ত শিশুকে মায়ের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে দু’জনে মিলে ধর্ষণ করেছে। তার পর তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। কেটে ফেলা হয়েছে শিশুটির মাথা। জামশেদপুরের ঘটনা। গত শুক্রবারের। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এমন এক জন রয়েছে যে ২০১৫ সালে একটি শিশুকে ধর্ষণের দায়ে বহু দিন জেল খেটে সদ্য বেরিয়ে এসেছে।
রেল স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে একটি বস্তির পিছনে ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল শিশুটির ছিন্নভিন্ন দেহটি। পুলিশ সেখান থেকেই দেহটি উদ্ধার করে। তবে তার কাটা মুণ্ডটি এখনও পাওয়া যায়নি।