Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভারত-বাংলা প্রকল্পের সূচনা

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত-বাংলাদেশ একাধিক প্রকল্পের সূচনা ঘটাবেন আগামিকাল।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৬
Share: Save:

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত-বাংলাদেশ একাধিক প্রকল্পের সূচনা ঘটাবেন আগামিকাল। এর মধ্যে রয়েছে, আগরতলা-আখাউড়া রেললাইন প্রকল্পের বাংলাদেশের অংশের কাজ এবং বাংলাদেশের শাহবাজপুর থেকে সিলেটের কুলাউড়া পর্যন্ত রেলপথের পুনর্নির্মাণ। এ জন্য আখাউড়া রেল স্টেশনের কাছে আগামিকাল একটি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলাশাসক রেজওয়ানুর রহমান। সেখানে থাকবেন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক ও অন্য অতিথিরা।

আগরতলা থেকে আখাউড়া মোট ১৫ কিলোমিটার পথ। ভারতের দিকে ৫ কিলোমিটার এবং ও-পারে বাকি ১০ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন পাততে খরচ পড়বে প্রায় ৯৬৮ কোটি টাকা। বরাক উপত্যকার করিমগঞ্জের শাহবাজপুর থেকে বাংলাদেশের সিলেটের কুলাউড়া পর্যন্ত ৪৪.৭৭ কিলোমিটার রেলপথ নতুন করে তৈরি করতে খরচ ধরা হয়েছে ৬৭৮ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Bangladesh Project Inauguration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE