Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National news

৫০০ কোটির বিয়ে মিটতেই জনার্দন রেড্ডির অফিসে আয়কর হানা

নোট ‘বিপর্যয়ে’র সময়ে ৫০০ কোটি টাকায় মেয়ের বিয়ে দিয়ে আগেই আয়কর দফতরের লেন্সের তলায় এসেছেন তিনি। সেই খরচের উৎসের সন্ধানে এ বার প্রাক্তন মন্ত্রী তথা খনি মাফিয়া জি জনার্দন রেড্ডির অফিসেই হানা দিলেন আয়কর দফতরের কর্তারা।

মেয়ের বিয়েতে রেড্ডি। —ফাইল চিত্র।

মেয়ের বিয়েতে রেড্ডি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ১৭:৪৫
Share: Save:

নোট ‘বিপর্যয়ে’র সময়ে ৫০০ কোটি টাকায় মেয়ের বিয়ে দিয়ে আগেই আয়কর দফতরের লেন্সের তলায় এসেছেন তিনি। সেই খরচের উৎসের সন্ধানে এ বার প্রাক্তন মন্ত্রী তথা খনি মাফিয়া জি জনার্দন রেড্ডির অফিসেই হানা দিলেন আয়কর দফতরের কর্তারা। সোমবার সকালে রেড্ডির ওবুলাপুরাম খনি-সহ বেশ কিছু অফিসে তল্লাশি অভিযান চালান তাঁরা। তবে তাঁর অফিস থেকে তদন্তে সহায়ক প্রয়োজনীয় কোনও নথি উদ্ধার করা গিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এক আয়কর কর্তা বলেন, ‘‘আমরা তদন্ত চালাচ্ছি। এখনই কিছু বলা যাবে না।’’

কালো টাকায় প্রধানমন্ত্রীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময়েই নিজের মেয়ের বিয়েতে ৫০০ কোটি টাকা খরচের অভিযোগে শিরোনামে আসেন এই বিজেপি নেতা। তাঁর মেয়ের বিয়ে যেখানে হচ্ছে, সেই প্যালেস গ্রাউন্ড-এ রাতারাতি একটা গোটা নকল গ্রাম বানিয়ে ফেলা হয়। বল্লারিতে রেড্ডির বাড়ি এবং স্কুলের আদলে তৈরি করা হয় সব কিছু। কর্নাটকের হাম্পির মন্দিরের আদলে একটি মন্দিরও ছিল। ৫ দিনের বিয়ের অনুষ্ঠানে মোট খরচের হিসাব ৫০০ কোটি টাকা। কী ভাবে আয়কর দফতরের নজর এড়িয়ে এত কিছু করলেন রেড্ডি সেই প্রশ্নটা তুলেছিলেন আরটিআই কর্মী এবং আইনজীবী টি নরসিংহ মূর্তি। এর পর থেকেই সাংবাদিকদের যতটা সম্ভব এড়িয়ে চলেছেন রেড্ডি। এমনকী, সংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে বলেন, ‘‘আরটিআই করে আপনি (সাংবাদিক) নিজে সেই তথ্য বের করে মজাদার রিপোর্ট লিখে ফেলুন।’’ মেয়ের বিয়ের এই পাঁচ দিনে ৫০ হাজার লোক আমন্ত্রণ পেলেও কোনও ভাবেই সাংবাদিককের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রবেশ আটকাতে মোট তিন হাজার বাউন্সার এবং নিরাপত্তারক্ষী বল্লারির ওই প্যালেসের চারপাশে নিয়োগ করেছিলেন তিনি।

আরও পড়ুন:
৫০০ কোটির বিয়ে নিয়ে খোঁজ শুরু
৫০০ কোটির বিয়ের এক ঝলক দেখে নিন...

৫০০ কোটির বিয়েতে এলেন বিজেপির নেতা-মন্ত্রীরাও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE