Advertisement
২৫ এপ্রিল ২০২৪
independence day

Independence Day 2022: মাথায় জোড়া সিলিন্ডার, হাতে তেরঙ্গা পতাকা, ভাইরাল যুবকের কীর্তির ভিডিয়ো

যুবকটি মাথায় রেখেছেন একটি কাচের গ্লাস। সেই গ্লাসের উপর দু’টি গ্যাস সিলিন্ডার রেখে ভারতের জাতীয় পতাকা নাড়তে দেখা যাচ্ছে তাঁকে।

ভিডিয়ো দেখে অবাক সকলেই

ভিডিয়ো দেখে অবাক সকলেই ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১০:৩৪
Share: Save:

৭৫ তম স্বাধীনতা দিবস পালনে মেতে উঠেছে দেশ। বাড়িতে, অফিসে, দোকানে, বাজারে উড়ছে তেরঙ্গা জাতীয় পতাকা। অনেকেই আবার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পাহাড় বা জলের তলায় জাতীয় পতাকা ওড়াচ্ছেন। এমন অনেক ভিডিয়োই নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে।

এমনই এক ভিডিয়ো দেখে থ হয়ে গিয়েছেন অনেকে। নেটমাধ্যমে এই যুবকের প্রশংসার বন্যা।

এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক তরুণ নিজের মাথায় একটি কাচের গ্লাসের উপর দু’দুটি গ্যাস সিলিন্ডার চাপিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভিডিয়োর সত্যতা অবশ্য আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, হাতে তেরঙ্গা জাতীয় পতাকা। তরুণের ব্যালান্স দেখে অবাক সকলেই। কী ভাবে পারছেন গ্লাসের উপর দু’টি গ্যাস সিলিন্ডার রেখেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে! কী ভাবেই বা অবলীলায় হাতে ধরে নাড়ছেন জাতীয় পতাকা?

ভারতে প্রতিভার অভাব নেই। এই যুবকের কীর্তি দেখেও সেই কথাই নতুন করে মনে আসছে সকলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

independence day Indian tricolour Viral video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE