E-Paper

‘ভোট-চুরি’ নিয়ে সোম থেকে ফের বিক্ষোভে বিরোধীরা

গত ক’দিনের মতো আজও সংসদ কক্ষের ভিতরে ও বাইরে ভোট চুরি প্রসঙ্গে সরব হয়েছিল ইন্ডিয়া জোট। কংগ্রেস ও অন্যান্য শরিক দলের সঙ্গে ওই বিক্ষোভে যোগ দেয় তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ০৭:৪৮

ছবি: সংগৃহীত।

আজ, মঙ্গলবারের পরে ফের সংসদের অধিবেশন বসতে চলেছে আগামী সোমবার। আগামী সপ্তাহে সংসদ খুললে ফের ভোট চুরির বিষয়টি নিয়ে সংসদ উত্তাল করার পরিকল্পনা নিয়েছেন বিরোধীরা।

গত ক’দিনের মতো আজও সংসদ কক্ষের ভিতরে ও বাইরে ভোট চুরি প্রসঙ্গে সরব হয়েছিল ইন্ডিয়া জোট। কংগ্রেস ও অন্যান্য শরিক দলের সঙ্গে ওই বিক্ষোভে যোগ দেয় তৃণমূল। আজ বিক্ষোভের মূল আকর্ষণ ছিলেন বিহারের সিওয়ান জেলার ‘মিন্টা দেবী’। তাঁর ছবি দেওয়া টি-শার্ট পরে আজ সংসদে মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক মহিলা সাংসদ। পরে রাহুল গান্ধী বলেন, ‘‘মিন্টা দেবীর বয়স ভোটার তালিকা অনুযায়ী ১২৪ বছর! অথচ তিনি প্রথম বারের ভোটার! এ রকম আরও আছে। পিকচার অভি বাকি হ্যায়।’’ পরে এ নিয়ে সিওয়ানের জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, মিন্টা দেবী ফর্ম-৬ ভরার সময়ে জন্মসাল ১৯৯০-এর পরিবর্তে ১৯০০ বসিয়ে দেন। তাতেই যাবতীয় গণ্ডগোল হয়েছে।’’

জল্পনা ছিল আজই শেষ হয়ে যাবে সংসদের বাদল অধিবেশন। কিন্তু সরকার জানিয়েছে, পূর্বনির্ধারিত ভাবে ২২ অগস্ট অধিবেশন শেষ হবে। স্বাধীনতা দিবসে সাংসদেরা যাতে নিজেদের এলাকায় থাকতে পারেন, তার জন্য আজকের পরে বাকি সপ্তাহের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে সংসদের অধিবেশন। আজ সকালে বিরোধীদের ডাকা বৈঠকে তৃণমূল সাংসদ নাদিমুল হক প্রস্তাব দেন, ভোট চুরি নিয়ে যে ভাবে আন্দোলন চলছে, তা যেন আগামী সপ্তাহেও চলে। এই প্রস্তাব মেনে নেন ইন্ডিয়া জোটের নেতারা। ঠিক হয়েছে, ১৮ অগস্ট সংসদ খুললে ভোট চুরি নিয়ে ফের বিক্ষোভ দেখাবেন বিরোধীরা।

আজ সংসদের উভয় কক্ষেই হট্টগোলের মধ্যে একাধিক বিল পাশ করিয়ে নেয় সরকার। লোকসভায় ওয়েলে নেমে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই পাশ হয় খনি ও খনিজ পদার্থ বিল, ভারতীয় বন্দর বিল। লোকসভায় পেশ হয় দেউলিয়া বিধি সংশোধনী বিল। অন্য দিকে ভোট চুরি ও বিল নিয়ে প্রথামাফিক আলোচনা না হওয়ায় রাজ্যসভায় শাসক শিবিরের সঙ্গে বিবাদে জড়ান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। পরে ওয়াকআউট করেন বিরোধী সাংসদেরা। বিরোধী শূন্য রাজ্যসভায় পাশ হয় আয়কর বিল ও জাতীয় ক্রীড়া বিল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

INDIA Alliance Vote Rigging Parliamentary Session parliament Congress TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy