Advertisement
E-Paper

ঢাকা-দিল্লি তেল লাইনের শিলান্যাস

সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের প্রকল্পের শিলান্যাস হল। মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ ‘ফ্রেন্ডশিপ প্রোডাক্ট পাইপলাইন প্রোজেক্ট’-এর সূচনা হয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৭
নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। ফাইল চিত্র।

সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের প্রকল্পের শিলান্যাস হল। মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ ‘ফ্রেন্ডশিপ প্রোডাক্ট পাইপলাইন প্রোজেক্ট’-এর সূচনা হয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। নয়াদিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঢাকা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিয়োর মাধ্যমে শিলন্যাসে অংশ নেন। উদ্বোধনের পরে মোদী বলেন, এর ফলে বাংলাদেশের অর্থনীতিই শুধু নয়, দু’দেশের মধ্যে সম্পর্কও মজবুত হবে।

শিলিগুড়ি শহরের উপকণ্ঠে ফাঁসিদেওয়ার রাঙাপানি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত যাবে ওই পাইপলাইন। পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি সরবরাহ করবে ভারত সরকার। প্রকল্পের জন্য ব্যয় হবে ৩৪৬ কোটি টাকা। প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা সংস্থা রয়েছে নুমালিগড় রিফাইনারি। তার কর্তারা জানিয়েছেন, ৩০ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে।

২০১৬ সালে তৈরি হয়েছিল ফ্রেন্ডশিপ পাইপলাইনের পরিকল্পনা। সম্প্রতি ভারত-বাংলাদেশ যৌথ সমীক্ষার পরে চূড়ান্ত হয়েছে এর নকশা এবং যে পথ দিয়ে যাবে তার মানচিত্র। নুমালিগড় রিফাইনারিজ লিমিটেড (এনআরএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যৌথ ভাবে প্রকল্পের কাজ করবে। বর্তমানে রেলপথে রাঙাপানি হয়ে ডিজেল যাচ্ছে বাংলাদেশে। পাইপলাইন তৈরি হলে অনেক কম খরচে এবং কম সময়ে তেল বাংলাদেশ পৌঁছবে। খনিজ তেল মন্ত্রকের তথ্য অনুসারে ফ্রেন্ডশিপ পাইপলাইন হবে ১২৯.৫ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে ভারতের দিকে থাকবে ৫.১৬ কিলোমিটার এবং বাংলাদেশের দিকে থাকবে ১২৪.৩৬ কিলোমিটার। এনআরএল-এর পদস্থ আধিকারিক মধুছন্দা অধিকারী বলেন, ‘‘দ্রুত কাজ চলবে।’’

বর্তমানে বাংলাদেশে হাই স্পিড ডিজেল রফতানি করছে ভারত। এনআরএলের রাঙাপানি টার্মিনাল থেকে ২০১৬-এর ১৭ মার্চ শুরু হয়েছিল ডিজেল রফতানি। রাঙাপানি থেকে বাংলাদেশের রোহনপুরের মধ্য দিয়ে বিপিসি-র পার্বতীপুর ডিপোতে পৌঁছয় তেলের ওয়াগন। এনআরএল সূত্রে জানা গিয়েছে প্রতি দফায় প্রায় ২৭০০ কিলোলিটার ডিজেল যায় বাংলাদেশে। খনিজ তেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বছরে দশ লক্ষ মেট্রিক টন ডিজেল বাংলাদেশে রফতানির লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। রেল সূত্রের খবর, রেলপথে রাঙাপানি থেকে পার্বতীপুরের দূরত্ব ৫১৬ কিলোমিটার। ভারতের দিকে রয়েছে ২৫৩ কিলোমিটার এবং বাংলাদেশের দিকে রয়েছে ২৬৩ কিলোমিটার।

Friendship Pipeline India Bangladesh Narendra Modi Sheikh Hasina নরেন্দ্র মোদী শেখ হাসিনা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy