লাদাখ সংঘর্ষের প্রায় বছর ঘুরতে যাওয়ার সময় অবশেষে প্যাংগং হ্রদের দু’ধার থেকেই সেনা সরানোর কাজ শেষ করেছে ভারত এবং চিন। শুক্রবার সরকারি সূত্রের এমনটাই দাবি করা হল।
ওই সূত্রের খবর, প্যাংগং হ্রদের থেকে সেনা সরানোর পর লাদাখের দেপসাং, হট স্প্রিং এবং গোগরা অঞ্চলেও সেনা সরানোর কাজ শুরু হবে। এ নিয়ে শনিবার একটি বৈঠকে বসবেন ভারত এবং চিনের সামরিক বাহিনীর শীর্ষকর্তারা। দু’দেশের দশম দফার ওই বৈঠকে সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে বলে ওই সূত্রের তরফে জানানো হয়েছে।
গত বছরের এপ্রিলে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এএসি) বরাবর এলাকায় ভারত-চিন সেনা সংঘর্ষের পর ওই অঞ্চলের স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য দু’দেশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। অবশেষে দু’পক্ষই ধীরে ধীরে প্যাংগং হ্রদ এলাকা থেকে সেনা সরাতে শুরু করে। জানুয়ারির শেষ দিকেও ওই এলাকায় চিনের একাধিক সেনা ছাউনি ছিল। তবে তা পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, ভারত-চিন, দু’পক্ষের তরফেই ওই অঞ্চলে মোতায়েন সেনা জওয়ান, ট্যাঙ্ক-সহ অন্য সামরিক অস্ত্রশস্ত্রও সরিয়ে নিয়েছে।