গ্রাফিক: শৌভিক দেবনাথ
ভারতে কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। বুধবার এই সংখ্যা ছিল ৭১ হাজার ৩৬৫। সামান্য কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ৪.৪ শতাংশ। তবে এখনও দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের উপর। সবচেয়ে বেশি মৃত্যু কেরলে।
বুধবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পর ফের সংক্রমণ নিম্নমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন এক লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন। এর ফলে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল চার কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে এক হাজার ২৪১ জনের। তার মধ্যে কেবলমাত্র কেরলে মৃত্যু হয়েছে ৮৫৪ জনের। তার মধ্যে ৬২৭ জনের মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু তা করোনায় মৃত্যুর তালিকায় নথিভুক্ত হয়নি, যা এখন নথিভুক্ত হল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy