রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা বন্ধ রাখছে ভারত, এই মর্মে একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এ রকম কোনও সিদ্ধান্ত এখনওনেওয়া হয়নি।
তিন ভারতীয় শীর্ষ কূটনীতিককে নাম না করে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছিল, ট্রাম্প আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নয়াদিল্লি আপাতত ওয়াশিংটনের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান কেনা স্থগিত রাখছে। এই দাবি সত্যি হলে, সেটি হত ট্রাম্পের চোখরাঙানির পরে ভারতের প্রথম প্রত্যাঘাত। রিপোর্টে আরও দাবি করা হয়েছিল, আমেরিকার কাছ থেকে কিছু সামরিক সরঞ্জাম কেনার কথা ঘোষণা করতে সপ্তাহ দু’য়েকের মধ্যেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। কিন্তু শুল্ক টানাপড়েনের এই আবহে সেই সফরও বাতিল করা হয়েছে।
রিপোর্টে এই সব দাবি করা হলেও, বাস্তবে এ রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আজ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে দিয়ে জানানো হয়েছে। মন্ত্রকের এক কর্তার কথায়, “আমেরিকার কাছ থেকে অস্ত্র ও যুদ্ধবিমান কেনা বা এ বিষয়ে কথাবার্তা চালানো আপাতত স্থগিত রাখছে ভারত— সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর সর্বৈব মিথ্যা। সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া এবং এই সংক্রান্ত কথাবার্তা পূর্বনির্ধারিত সূচি মেনেই চালানো হচ্ছে। আমেরিকার শুল্ক নীতি এই প্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলেনি।” তিনি আরও জানান, বর্তমানে আমেরিকার সঙ্গে প্রায় ২০টি অস্ত্র-চুক্তি বাস্তবায়িত করার পথে হাঁটছে ভারত।
আমেরিকা ছাড়া ভারতের আর এক অস্ত্র সরবরাহকারী মিত্র-রাষ্ট্র ইজ়রায়েল। গত কাল সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের সেনাবাহিনী যা অস্ত্র ব্যবহার করেছিল, তার মধ্যে বেশ কিছু ছিল ইজ়রায়েলি প্রযুক্তি ও সহযোগিতায় তৈরি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্র এবং ‘হার্পি’ ড্রোনের কথা। নেতানিয়াহুর কথায়, “এই অস্ত্রগুলি যে ঠিকমতো কাজ করতে সক্ষম, তা আগেই পরীক্ষা করে দেখে নিয়েছি।” ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে ইজ়রায়েলি প্রযুক্তির সাহায্যে তৈরি এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র-মোকাবিলায় রুশ প্রযুক্তির সাহায্যে একশো ঘণ্টারও বেশি সময় ধরে পাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে সফল হয়েছিল ভারতীয় সেনা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)