Advertisement
E-Paper

গত দশকের তুলনায় বেশি অশান্তির দেশ হয়েছে ভারত, জানাল সমীক্ষা

১৬৩টি দেশকে নিয়ে করা ওই সমীক্ষা জানাচ্ছে, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার চেয়ে আরও বেশি হিংসাকবলিত আমাদের দেশ। ভারতে গত এক দশকের তুলনায় অশান্তি বেড়েছে। বেড়েছে বহির্শত্রুর হামলায় মৃত্যুর ঘটনাও। মূলত জম্মু-কাশ্মীরে সন্ত্রাস ও সংঘর্ষের জন্যই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ২১:৫৪
গ্লোবাল পিস ইনডেক্স রিপোর্ট, ২০১৭।

গ্লোবাল পিস ইনডেক্স রিপোর্ট, ২০১৭।

গত বছরের তুলনায় হিংসা কমেছে, আইন আরও বেশি রক্ষাকবচ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু গত এক দশকের তুলনায় ভারত আরও বেশি অশান্তির দেশ হয়ে উঠেছে।

এই রিপোর্ট নিউইয়র্কের একটি থিঙ্কট্যাঙ্ক সংস্থা ‘ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস’-এর। শান্তির হালহকিকৎ কেমন, কোন কোন দেশ আগের চেয়ে বেশি শান্ত, কোনটা তা নয়, ফি বছর তা মাপে এই সংস্থাটি।

১৬৩টি দেশকে নিয়ে করা ওই সমীক্ষা জানাচ্ছে, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার চেয়ে আরও বেশি হিংসাকবলিত আমাদের দেশ। ভারতে গত এক দশকের তুলনায় অশান্তি বেড়েছে। বেড়েছে বহির্শত্রুর হামলায় মৃত্যুর ঘটনাও। মূলত জম্মু-কাশ্মীরে সন্ত্রাস ও সংঘর্ষের জন্যই।

আরও পড়ুন- সুর আরও চড়াচ্ছে চিন, ভারতকে গুনাগার দিতে হবে বলে হুমকি

ওই সমীক্ষা জানাচ্ছে, বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড। সবচেয়ে অশান্তির দেশ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। আর গোটা বিশ্ব গত বছরের তুলনায় একটু বেশি ‘শান্তিপূর্ণ’ হয়ে উঠেছে।

‘ব্রিকস’ ও দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে শান্তির নিরিখে ভারতের জায়গাটা কোথায়?

সমীক্ষা জানাচ্ছে, ব্রাজিল, চিন আর দক্ষিণ আফ্রিকার পরে রয়েছে ভারতের নাম। একমাত্র রাশিয়া রয়েছে ভারতের পরে।

আর দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে ভূটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পরে রয়েছে ভারতের নাম, শান্তির মানদণ্ডে। শুধু পাকিস্তান আর আফগানিস্তান পিছিয়ে রয়েছে ভারতের চেয়ে!

বিশ্বের সবচেয়ে অশান্তির দেশ সিরিয়ার চেয়ে একটু পিছিয়ে রয়েছে ইরাক ও আফগানিস্তান।

India Global Peace Index India Less Peacefu ভারত গ্লোবাল পিস ইনডেক্স
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy