Advertisement
E-Paper

গাজ়ায় মানবিক সাহায্য পাঠাবে ভারত, পুনর্গঠনেও সহায়তা করবে! শান্তি ফেরানোর জন্য ফের ট্রাম্পের প্রশংসা নয়াদিল্লির

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই কাতারে কাতারে প্যালেস্টাইনি আবার গাজ়ায় নিজের বাড়ি ফিরছেন। কিন্তু গাজ়ার যা অবস্থা, তাতে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাও তাঁদের কাছে কঠিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১১:২৩
India looks to send aid, join reconstruction effort in Gaza

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় মানবিক সহায়তা পাঠানোর ভাবনা চিন্তা শুরু করেছে ভারত। মিশরের শর্ম-আল-শেখ শহরে ‘গাজ়া শান্তি সম্মেলনে’ এমনই জানালেন ভারতের প্রতিনিধি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। গাজ়া পুনর্গঠন করতেও সাহায্যে হাত বাড়িয়ে দেবে ভারত। তবে প্রথমেই গাজ়াবাসীর জীবন সংগ্রামের জন্য মানবিক সাহায্য হিসাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির।

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই কাতারে কাতারে প্যালেস্টাইনি আবার গাজ়ায় নিজের বাড়ি ফিরছেন। কিন্তু গাজ়ার যা অবস্থা, তাতে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাও তাঁদের কাছে কঠিন। রোজগারের পথ বন্ধ, বাঁচার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীরও অভাব। খাবার নিয়ে হাহাকার তো আছেই। জানা গিয়েছে, গাজ়ার বাসিন্দাদের জন্য ওষুধ, খাবার, তাঁবু, কম্বল-সহ নানা ধরনের প্রয়োজনীয় দ্রব্য পাঠাবে ভারত।

শুধু মানবিক সাহায্য নয়, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজ়াকে আবার নতুন করে গড়ে তুলতে সহয়তা করার ভাবনাচিন্তাও রয়েছে নয়াদিল্লির। প্রথমেই ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজে সাহায্য করা হবে। পাশাপাশি, ইজ়রায়েলি হামলায় ধ্বংস হওয়া গাজ়ার জল এবং নিকাশি ব্যবস্থাও নতুন করে তৈরিতে সাহায্য করবে ভারত। আমেরিকার অনুমান, গাজ়াকে পুনর্নির্মাণ করতে খরচ হবে ৭০০ কোটি মার্কিন ডলার।

রাষ্ট্রপুঞ্জের এক কর্তা জ্যাকো সিলিয়ার্সের দাবি, দু’বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজ়ায় কমপক্ষে পাঁচ কোটি ৫০ লক্ষ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। সেই ধ্বংসস্তূপ সরানোও সময় এবং ব্যয়সাপেক্ষ। কয়েক দশক সময় লেগে যেতে পারে গাজ়াকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে।

মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নয়াদিল্লি সর্বদা চায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় সমস্যা সমাধানের। গাজ়ায় ডোনাল্ড ট্রাম্পের শান্তিপরিকল্পনাকে সমর্থন করে ভারত। শুধু তা-ই নয়, মধ্যস্থতায় মিশর এবং কাতারে ভূমিকারও প্রশংসা করে নয়াদিল্লি। ভারত ওই অঞ্চলের শান্তি বজায় রাখার সব প্রচেষ্টাকেই সমর্থন করে।

গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই প্রস্তাব ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাসকে দেখানো হয়েছিল। যুযুধান দুই পক্ষই ট্রাম্পের প্রস্তাবের প্রথম দফার শর্তে রাজি হয়। শর্ত হিসাবে দুই পক্ষই পণবন্দিদের মুক্তি দিচ্ছে। হামাস জীবিত ২০ জন ইজ়রায়েলিকে ছেড়ে দিয়েছে। গাজ়ায় শান্তি ফেরানোর লক্ষ্যে অগ্রণী ভূমিকা নেওয়ায় প্রশংসা কুড়িয়েছেন ট্রাম্প।

Gaza Peace Plan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy