লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনা ফৌজের মোকাবিলায় এ বার দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’ মোতায়ন করল ভারতীয় সেনা। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও)-এর তৈরি ১,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় চিন অধিকৃত তিব্বত এবং শিনজিয়াং প্রদেশের অধিকাংশ অঞ্চলই চলে এল।
ডিআরডিও-র দাবি, ৬ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যে আঘাত হেনে শত্রু নিকেশের ক্ষেত্রে সাফল্যের হার ৯০ শতাংশ। লাদাখের এলএসি-তে চিনের পিপলস লিবারেশন আর্মি ইতিমধ্যেই ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে খবর সামনে এসেছে। তারই জবাবে এই পদক্ষেপ করল ভারত।
২০১৩-র ১২ মার্চ ‘নির্ভয়’-এর উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণেই উৎক্ষেপণের পরই মাঝপথে বিগড়ে যায় সেটি। এর পর ২০১৪-য় সফল উৎক্ষেপণ হয় এই ক্ষেপণাস্ত্রের। ২০১৫ এবং ’১৬-তে দু’বার উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু তখন নিখুঁত লক্ষ্যভেদে সফল হয়নি ‘নির্ভয়’।