ভুটান সীমান্তের ডোকা লা-য় এখন সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চিনের সেনা। কাশ্মীরে চিন মধ্যস্থতা করতে চাওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। তারই মধ্যে দুই মার্কিন পরমাণু বিশেষজ্ঞ জানিয়ে দিলেন, ভারতের পরমাণু রণকৌশলের মূল লক্ষ্য আর পাকিস্তান নয়, চিন।
এক অনলাইন পত্রিকায় লেখা নিবন্ধে মার্কিন পরমাণু বিশেষজ্ঞ হান্স এম ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নরিসের দাবি, ভারত খুব দ্রুত পরমাণু অস্ত্রভাণ্ডারের আধুনিকীকরণ করছে। মূলত চিনের চ্যালেঞ্জের দিকে তাকিয়েই দ্রুত এগোতে চাইছে নয়াদিল্লি।
দুই মার্কিন বিশেষজ্ঞ বলতে চাইছেন, এখন মূলত সাতটি ব্যবস্থার মাধ্যমে পরমাণু অস্ত্র ছুড়তে পারে ভারতীয় সামরিক বাহিনী। তার মধ্যে রয়েছে দু’টি বিমান, চারটি ভূমি থেকে ছোড়ার ক্ষেপণাস্ত্র ও একটি সাগর থেকে ছোড়ার ক্ষেপণাস্ত্র। অন্তত আরও চারটি নয়া ব্যবস্থা তৈরির কাজ চলছে। দক্ষিণ ভারত থেকে গোটা চিনকে নিশানা করা যায় এমন ক্ষেপণাস্ত্রও তৈরি করছে ভারত।
ক্রিস্টেনসেন এবং নরিসের দাবি, ভারতের হাতে অন্তত ১৫০-২০০টি পরমাণু অস্ত্র তৈরির মতো প্লুটোনিয়াম রয়েছে। কিন্তু তারা ১২০-১৩০টি অস্ত্র তৈরি করেছে।