Advertisement
২৫ এপ্রিল ২০২৪
S jaishankar

Jammu and Kashmir: পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর বিতর্কে মন্তব্য চিনা বিদেশমন্ত্রীর, প্রতিবাদ ভারতের

মুসলিম দেশগুলির সংগঠন ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-এর পাকিস্তানে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গের উল্লেখ করে ওয়াং বলেন, ‘‘কাশ্মীরে প্রসঙ্গে আমরা আজ ফের আমাদের অনেক মুসলিম বন্ধুর আহ্বান শুনতে পাচ্ছি। চিনও তাদের সেই আশার সঙ্গে সহমত পোষণ করে।’’

এস জয়শঙ্কর এবং ওয়াং ই।

এস জয়শঙ্কর এবং ওয়াং ই। ছবি টুইটার থেকে।

সংবাদ সংস্থা
নয়া দিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ২৩:২০
Share: Save:

কাশ্মীর বিতর্কে ফের পাকিস্তানের সুরে সুর মিলিয়ে ভারতকে চাপে রাখার কৌশল নিল চিন। পাক সফরে গিয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বুধবার বলেছেন, ‘‘কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সম্পর্কিত বিষয়গুলি সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। চিন-সহ অন্য দেশগুলির এ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই। তাদের মনে রাখা উচিত যে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে মতামত ব্যক্ত করে না।’’

মুসলিম দেশগুলির সংগঠন ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-এর পাকিস্তানে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গের উল্লেখ করে ওয়াং বলেন, ‘‘কাশ্মীরে প্রসঙ্গে আমরা আজ ফের আমাদের অনেক মুসলিম বন্ধুর আহ্বান শুনতে পাচ্ছি। চিনও তাদের সেই আশার সঙ্গে সহমত পোষণ করে।’’ প্রসঙ্গত, গত বছর ওয়াংয়ের সঙ্গে বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE