Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Britain

‘আপনার নেতৃত্বে নতুন মাত্রা পাবে ভারত-ব্রিটেন সম্পর্ক’, লিজকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

সোমবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে রক্ষণশীল দলের সদস্যদের ভোটাভুটির ফল ঘোষিত হয়েছে। মোট ১,৭২, ৪৩৭ ভোটারের মধ্যে লিজ ৮১,৩২৬ (৫৭.৪ শতাংশ) এবং সুনক ৬০,৩৯৯ (৪২.৬ শতাংশ) ভোট পেয়েছেন।

লিজ এবং মোদী।

লিজ এবং মোদী। গ্রাফিক: সনৎ সিংহ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৫
Share: Save:

ব্রিটেনের রক্ষণশীল দলে প্রধানমন্ত্রী পদে ভোটাভুটিতে জয়ী লিজ ট্রাসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লিজকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে মোদী লেখেন, ‘ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য লিজ ট্রাসকে অভিনন্দন। আমার বিশ্বাস, আপনার নেতৃত্বে ভারত-ব্রিটেন কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত এবং শক্তিশালী হবে। নতুন ভূমিকা এবং দায়িত্বের জন্য আপনাকে শুভকামনা।’

সোমবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে রক্ষণশীল দলের সদস্যদের ভোটাভুটির ফল ঘোষিত হয়েছে। মোট ১,৭২, ৪৩৭ ভোটারের মধ্যে ভোটদান করেন ১,৪২, ৩৭৯ জন। অর্থাৎ ৮২ শতাংশেরও বেশি। লিজ ৮১,৩২৬ (৫৭.৪ শতাংশ) এবং সুনক ৬০,৩৯৯ (৪২.৬ শতাংশ) ভোট পেয়েছেন। অর্থাৎ দু’জনের ব্যবধান ছিল ২০,৯২৭ ভোটের। বাতিল হয় ৬৫৪টি ভোট

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে লিজ টুইটারে লেখেন, ‘কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আমাদের মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমার উপর আপনার আস্থা রাখায় আপনাদের ধন্যবাদ। আমি এই কঠিন সময়ে সকলকে নিয়ে, আমাদের অর্থনীতির বৃদ্ধি এবং দেশের প্রতিষ্ঠা দৃঢ় করতে সাহসী পদক্ষেপ করব।’

অন্য দিকে, ভোটে পরাজয় স্বীকার করে নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে সহযোগিতার বার্তা দেন সুনক। টুইটারে লেখেন, ‘যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। রক্ষণশীল দল একটি পরিবার। আমাদের সকলকে এ বার নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পিছনে দাঁড়াতে হবে। কারণ তিনি কঠিন সময়ে দেশকে পরিচালার দায়িত্ব নিয়েছেন।’ প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার আগেই ভারতীয় বংশোদ্ভূত সুনক বলেছিলেন, ‘‘আমাদের দু’জনেরই লক্ষ্য দল ও দেশের উন্নতি। সেই লক্ষ্যে আমরা এক সঙ্গে কাজ করতে কখনওই পিছপা হব না।’’

রক্ষণশীল দলের সিদ্ধান্ত মেনে পার্টিগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত বরিসের আনুষ্ঠানিক ইস্তফার মঙ্গলবার তাঁর স্থলাভিষিক্ত হবেন লিজ। মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE