রাশিয়ায় কাজে গিয়ে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন ভারতীয়রা। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই বিষয়ে সতর্ক করা হল রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের। বিষয়টি নিয়ে রুশ প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে প্রকাশ করেন। ওই বিবৃতিতে রুশ সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাবে রাজি না-হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের। সম্প্রতি ‘দ্য হিন্দু’ সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, দুই ভারতীয় নির্মাণশ্রমিক কাজের জন্য রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু নির্মাণ সংস্থায় কাজ দেওয়ার বদলে তাঁদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনার অগ্রভাগে রাখা হয়। ওই দু’জন দাবি করেন, তাঁদের মতো আরও ১৩ জন ভারতীয় রুশ সেনার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। বিষয়টি নিয়ে শোরগোল হতেই এই নিয়ে বিবৃতি দিল ভারত।
বিবৃতিতে লেখা হয়েছে, “সম্প্রতি আমরা খবরে দেখলাম যে, ভারতীয় নাগরিকদের রুশ সেনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভারত সরকার গত এক বছর ধরে বহু বার এর ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের অবহিত করেছে।” একই সঙ্গে ওই বিবৃতিতে লেখা হয়েছে, “নয়াদিল্লি এবং মস্কোতে আমরা (ভারত) রুশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। বলেছি যে, এই ব্যবস্থা বন্ধ করে আমাদের নাগরিকদের মুক্তি দেওয়া উচিত।”
রাশিয়া ভারতের মিত্র দেশ। রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের দেশকে ভাতে মারতে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছেন। রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের অধিকাংশ পণ্যে আরও ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক আরোপ করেছে আমেরিকা। তার পরেও অবশ্য মস্কো থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বরং সম্প্রতি চিনে এসসিও সম্মেলনে মোদী এবং পুতিনের বন্ধুত্বের ছবিই ধরা পড়েছে বার বার। এই আবহে রুশ সেনায় যোগদান নিয়ে ভারতের এই বিবৃতিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।