Advertisement
E-Paper

প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইক, বললেন সেনাপ্রধান

সুর আরও একটু চড়ালেন নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। আগে বলেছিলেন বাহুবল দেখাতে দু’বার ভাববে না ভারতীয় সেনাবাহিনী। এ বার সেনাপ্রধান বললেন, প্রয়োজন হলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি নির্মূল করতে আবার চালানো হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ১৯:০৪
নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

সুর আরও একটু চড়ালেন নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। আগে বলেছিলেন বাহুবল দেখাতে দু’বার ভাববে না ভারতীয় সেনাবাহিনী। এ বার সেনাপ্রধান বললেন, প্রয়োজন হলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি নির্মূল করতে আবার চালানো হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন সেনাপ্রধান বলেছেন, ‘‘ঘটনা হল, আমাদের প্রতিপক্ষের (পড়ুন, পাকিস্তান) এলাকা থেকে সন্ত্রাসবাদীরা আমাদের দেশে ঢুকেই চলেছে। এর মানেটা হল, ওই সন্ত্রাসবাদীরা ওদের (পাক সেনাবাহিনী) মদত পাচ্ছে এখনও। তাই আমাদেরও এ বার একটু অন্য ভাবে ভাবতে হবে। আর বলটা সে দিকে গড়াতেও শুরু করেছে।’’

আরও পড়ুন- চিনের অস্বস্তি ফের বাড়িয়ে অগ্নি-৪ ছুড়ল ভারত

সেই ‘অন্য ভাবে ভাবাটা’ কী, সেটাও বুঝিয়ে দিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল রাওয়াত। বলেছেন, ‘‘সার্জিক্যাল ট্রাইকটা খুব ভেবেচিন্তেই করা হয়েছিল। ওই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ভারতের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছিল, সন্ত্রাসবাদীদের মদত দেওয়াটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এই উপমহাদেশে শান্তি বিঘ্নিত হলে কিন্তু আরও এক বার সার্জিক্যাল স্ট্রাইক করতে দু’বার ভাববে না ভারতীয় সেনাবাহিনী।’’ গত শনিবার দেশের ২৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

General Bipin Rawat Army Chief Threats Pakistan Surgical Strike: India Will Not Hesitate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy