Advertisement
০৬ মে ২০২৪
Narendra Modi

পাঁচ লক্ষ কোটি টাকার অর্থনীতি হবে ভারত, ব্রিকস শীর্ষ সম্মেলনে দাবি প্রধানমন্ত্রী মোদীর

আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর একটি রিপোর্ট হাতিয়ার করে জুন মাসে নাগেশ্বরম দাবি করেছিলেন, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে।

PM Narendra Modi.

রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ২৩:১২
Share: Save:

তাঁর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরণ দাবি করেছিলেন মাস দু’য়েক আগে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, আগামী কিছুদিনের মধ্যেই ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলার (পাঁচ লক্ষ কোটি ডলার বা প্রায় ৩৯০ লক্ষ কোটি টাকা) ছুঁয়ে ফেলবে।

জোহানেসবার্গে ‘ব্রিকস বিজনেস ফোরাম’-এর বৈঠকে গত ন’বছর ধরে তাঁর সরকারের বিভিন্ন আর্থিক সংস্কার কর্মসূচির উদাহরণ তুল ধরে মোদী বলেন, ‘‘এতে কোন সন্দেহ নেই যে ভারত আগামী বছরগুলিতে বিশ্বের বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে। বিশ্ব জুড়ে অর্থনৈতিক অস্থিরতার আবহে ভারত এখন সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি। কিছু দিনের মধ্যেই যা পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে।’’

আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর একটি রিপোর্ট হাতিয়ার করে জুন মাসে নাগেশ্বরম দাবি করেছিলেন, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। তবে মোদী মঙ্গলবার এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সময়সীমা ঘোষণা করেননি। ঘটনাচক্রে, ২০১৯ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনেই তিনি দাবি করেছিলেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। সেই হিসাবে মোদীর দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২০২৪ সালে!

২০১৯-এ মোদীর ওই ঘোষণার সময় ভারতের অর্থনীতি ছিল ২.৬ লক্ষ কোটি ডলারের। সে সময় বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছিল, ভারতের বৃদ্ধি নিয়ে যে ইঙ্গিত মিলছে, তাতে ২০২৪ সালের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি কী ভাবে হওয়া সম্ভব, তা স্পষ্ট নয়। এ ছাড়া, চিনের সঙ্গে বাণিজ্যে ভারত টক্কর দিতে কতটা তৈরি, তা নিয়েও উঠেছিল। বস্তুত, ২০২৪ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনো যে ভারতের পক্ষে সম্ভব নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট বলে বিশেষজ্ঞদের একাংশের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi BRICS South Africa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE