Advertisement
১৬ মে ২০২৪
National

আর তেল আমদানি করতে হবে না ভারতকে, দাবি নিতিন গডকড়ীর

খুব বেশি দেরি নেই। এমন সময় আসছে যে দিন ভারতকে আর তেল আমদানি করতে হবে না। আমদানি করতে হবে না কোনও পেট্রো-পণ্যও। বুধবার এই আসন্ন সুদিনের সুখবরটি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। -ফাইল চিত্র।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৭
Share: Save:

খুব বেশি দেরি নেই। এমন সময় আসছে যে দিন ভারতকে আর তেল আমদানি করতে হবে না। আমদানি করতে হবে না কোনও পেট্রো-পণ্যও। বুধবার এই আসন্ন সুদিনের সুখবরটি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী।

কী ভাবে সেটা সম্ভব হবে?

নিতিনের কথায়, ‘‘আমরা দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি, যখন ইথানল, মিথানল ও বায়ো-সিএনজি’র মতো বিকল্প জ্বালানিগুলোই দেশের যাবতীয় জ্বালানি-সমস্যা মেটাবে। যা গ্রামে গ্রামে কৃষির দ্রুত প্রসারেও সহায়ক হয়ে উঠবে। তৈরি করবে প্রচুর নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ।’’

আর সেই লক্ষ্যে ভারত যে এগতে শুরু করেছে তা বোঝাতে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘ভারত ইতিমধ্যেই তেল আমদানির পরিমাণ কমিয়ে আনতে শুরু করেছে। এতে তার রাজস্ব ঘাটতির পরিমাণ আগের চেয়ে অনেকটাই কমেছে। কিন্তু তার পরেও জ্বালানির চাহিদা মেটাতে ভারতকে প্রচুর পরিমাণে তেল আমদানি করতে হচ্ছে। চলতি বছরে ভারত সাড়ে ৪ লক্ষ কোটি টাকার তেল আমদানি করেছে। তার আগের অর্থ বর্ষে ভারত তেল আমদানি করেছিল সাড়ে ৭ লক্ষ কোটি টাকার।’’

বিকল্প জ্বালানি ইথানল বানানো হবে কী ভাবে?

নিতিনের কথায়, ‘‘ধান, গমের বিচালি থেকেই বিকল্প জ্বালানি ইথানল বানানো যাবে। ইথানল বানানো যাবে রাস্তা বা নর্দমায় ফেলা আবর্জনা বা বর্জ্য পদার্থ থেকেও। এর ফলে, প্রচুর পরিমাণে অর্থের সাশ্রয় হবে।’’

আরও পড়ুন- পাকিস্তানে ‘অসম্মানিত’ ভারতের রাষ্ট্রদূত, পাক দূতকে তলব করল দিল্লি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE