রিয়াধে এক ভারতীয় মহিলা কর্মীর হাত কেটে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করল ভারত। কস্তুরি নামের ৫৮ বছরের এই মহিলাকে দেশে ফেরানোর ব্যবস্থা করছে বিদেশ মন্ত্রক। সৌদি আরবে একটি পরিবারে কাজ করতে গিয়েছিলেন তামিলনাড়ুর কস্তুরি। কয়েক মাস ধরে তার বেতন দিচ্ছিল না পরিবারটি। কস্তুরি সৌদি কর্তৃপক্ষকে অভিযোগ করলে পরিবারের কর্তাকে সতর্ক করে প্রশাসন। তারই জেরে কস্তুরির ডান হাত কেটে দেয় পরিবারের কর্তা। খবর দিল্লিতে পৌঁছতেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নির্দেশ দেন ঘটনাটি কর্তৃপক্ষের গোচরে আনতে।