Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National news

পরপর ৫টা বিস্ফোরণ! উড়ে এল পাক ফাইটার জেট, তারপর...

সংবাদমাধ্যম বিবিসির কাছে সাক্ষাৎকারে দুই স্থানীয় বাসিন্দার বয়ানে এরকমই জানা যাচ্ছে।

পাকিস্তানের বালাকোটের এক বাসিন্দা। ছবি: বিবিসি-র টুইট থেকে নেওয়া।

পাকিস্তানের বালাকোটের এক বাসিন্দা। ছবি: বিবিসি-র টুইট থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪০
Share: Save:

মঙ্গলবার ভোর সাড়ে ৩টে। হঠাৎ একটা জোর বিস্ফোরণ। তার ৪-৫ মিনিটের মধ্যে ফের একইরকম তীব্রতায় আরও একটা বিস্ফোরণ। পরের ১৫ সেকেন্ডের মধ্যে আরও একটা বিস্ফোরণ। এইভাবে পরপর পাঁচটি বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ জঙ্গি প্রশিক্ষণ শিবির। সংবাদমাধ্যম বিবিসির কাছে সাক্ষাৎকারে দুই স্থানীয় বাসিন্দার বয়ানে এরকমই জানা যাচ্ছে।

বিবিসি-র খবর অনুযায়ী, দুই ব্যক্তি পকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটের বাসিন্দা। ওই সময় কী শুনেছিলেন তাঁরা?

এক স্থানীয় বাসিন্দা যেমন বলেন, ‘‘রাত ৩টে নাগাদ প্রথমে একটা বিস্ফোরণ হয়। ৪-৫ মিনিট পর ফের বিস্ফোরণ হল। এর ১৫ সেকেন্ড পর ফের বিস্ফোরণ। চতুর্থ বার বিস্ফোরণ হল। তারপর গ্রামবাসীরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন। তার কয়েক মিনিট পর পাকিস্তানি বিমান আকাশে ঘুরছিল। ভারতীয় বিমান তখন চলে গিয়েছিল।’’

আরও পড়ুন: ২০ বছর পর বদলা! পাকিস্তানে ঢুকে কন্দহর বিমান হাইজ্যাকের চক্রীকে নিকেশ করল বায়ুসেনা

আর একজন বলেন, ‘‘পরপর পাঁচবার ভয়ঙ্কর আওয়াজ হয়। কিছু পরে জানতে পারি বিস্ফোরণ হয়েছে। তারপর আকাশের বিমান ওড়ার আওয়াজ থেমে গেল। কিছু পরে আমাদের পাকিস্তানি বিমান উড়ে এল। তখন ভারতীয় বিমান ছিল না।’’

আরও পড়ুন: প্রত্যাঘাতের কয়েকঘণ্টা পরই ভারতের আকাশে পাক-ড্রোন, গুলি করে নামাল সেনা

পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের প্রাণ যায়। সেই জঙ্গি হামলার প্রত্যাঘাত করে ভারত। বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে অনেকগুলো জইশ জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেয়। মৃত্যু হয় সিনিয়র কমান্ডার-সহ মোট ৩০০ জন জঙ্গির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE