মঙ্গলবার ভোর সাড়ে ৩টে। হঠাৎ একটা জোর বিস্ফোরণ। তার ৪-৫ মিনিটের মধ্যে ফের একইরকম তীব্রতায় আরও একটা বিস্ফোরণ। পরের ১৫ সেকেন্ডের মধ্যে আরও একটা বিস্ফোরণ। এইভাবে পরপর পাঁচটি বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ জঙ্গি প্রশিক্ষণ শিবির। সংবাদমাধ্যম বিবিসির কাছে সাক্ষাৎকারে দুই স্থানীয় বাসিন্দার বয়ানে এরকমই জানা যাচ্ছে।
বিবিসি-র খবর অনুযায়ী, দুই ব্যক্তি পকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটের বাসিন্দা। ওই সময় কী শুনেছিলেন তাঁরা?
এক স্থানীয় বাসিন্দা যেমন বলেন, ‘‘রাত ৩টে নাগাদ প্রথমে একটা বিস্ফোরণ হয়। ৪-৫ মিনিট পর ফের বিস্ফোরণ হল। এর ১৫ সেকেন্ড পর ফের বিস্ফোরণ। চতুর্থ বার বিস্ফোরণ হল। তারপর গ্রামবাসীরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন। তার কয়েক মিনিট পর পাকিস্তানি বিমান আকাশে ঘুরছিল। ভারতীয় বিমান তখন চলে গিয়েছিল।’’