Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Amarnath Yatra

যত দ্রুত সম্ভব ফিরে যান, অমরনাথ যাত্রীদের পরামর্শ জম্মু-কাশ্মীর সরকারের

এ প্রসঙ্গে চিনার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলোঁ জানান, কয়েক দিন ধরেই গোয়েন্দা সূত্রে খবর আসছিল অমরনাথ যাত্রাপথে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালাতে পারে।

অমরনাথ যাত্রা।

অমরনাথ যাত্রা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ১৭:৩৪
Share: Save:

অমরনাথ যাত্রীদের উপত্যকা ছেড়ে চলে যেতে নির্দেশ দিল জম্মু-কাশ্মীর সরকার। শুক্রবার সকালেই জম্মু-কাশ্মীরে বড় ধরনের জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা। অমরনাথ যাত্রাপথ থেকে প্রচুর বোমা একটি ল্যান্ডমাইন এবং একটি টেলিস্কোপিক স্নাইপার রাইফেল উদ্ধার করেছে তারা। তার পরই এই নির্দেশ এল।

এ প্রসঙ্গে চিনার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলোঁ জানান, কয়েক দিন ধরেই গোয়েন্দা সূত্রে খবর আসছিল অমরনাথ যাত্রাপথে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালাতে পারে। সেই বার্তা পাওয়া মাত্রই গোটা যাত্রাপথ জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। সে সময়েই বোমা, ল্যান্ডমাইন ও এম-২৪ রাইফেল উদ্ধার হয়।

সেনা সূত্রে খবর, উদ্ধার হওয়া ল্যান্ডমাইনটির গায়ে যে তথ্য রয়েছে তা থেকে জানা গিয়েছে সেটি পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি। আর টেলিস্কোপিক স্নাইপার রাইফেলটি আমেরিকার তৈরি। জেনারেল ঢিলোঁ আরও জানান, তল্লাশি অভিযান এখনও চলছে। এটা থেকে স্পষ্ট যে এই ঘটনার সঙ্গে পাক সেনা প্রত্যক্ষ ভাবে জড়িত। তারা কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এটা কোনও ভাবেই হতে দেওয়া যাবে না।

উদ্ধার হওয়া সেই স্নাইপার রাইফেল। ছবি সৌজন্য টুইটার।

গত সপ্তাহেই কাশ্মীরে ১০ হাজার সেনা পাঠায় কেন্দ্র। এই তত্পরতা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল রাজ্যবাসীর মধ্যে। সেই উদ্বেগকে এক ধাক্কায় আরও বাড়িয়েছে স্থলসেনা ও বায়ুসেনাকে পাঠানো কেন্দ্রের সতর্কবার্তা। যদিও অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরেই এই ব্যবস্থা করা হচ্ছে বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। রাজ্যে সেনা তত্পরতা নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও। তিনি এ দিন বলেন, “কাশ্মীরে এটা কী হচ্ছে? হঠাত্ কী এমন হল যে রাজ্যে সেনা বাড়ানোর প্রয়োজন পড়ল!”

আরও পড়ুন: কাশ্মীরে স্থল ও বায়ুসেনাকে সতর্ক করল কেন্দ্র, সেনা তত্পরতা নিয়ে উদ্বেগ প্রকাশ ওমরের

আরও পড়ুন: ইসলামাবাদ শর্ত দেওয়ায় কুলভূষণের সঙ্গে দেখা করলেন না ভারতীয় কূটনীতিকরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE