অমরনাথ যাত্রীদের উপত্যকা ছেড়ে চলে যেতে নির্দেশ দিল জম্মু-কাশ্মীর সরকার। শুক্রবার সকালেই জম্মু-কাশ্মীরে বড় ধরনের জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা। অমরনাথ যাত্রাপথ থেকে প্রচুর বোমা একটি ল্যান্ডমাইন এবং একটি টেলিস্কোপিক স্নাইপার রাইফেল উদ্ধার করেছে তারা। তার পরই এই নির্দেশ এল।
এ প্রসঙ্গে চিনার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলোঁ জানান, কয়েক দিন ধরেই গোয়েন্দা সূত্রে খবর আসছিল অমরনাথ যাত্রাপথে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালাতে পারে। সেই বার্তা পাওয়া মাত্রই গোটা যাত্রাপথ জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। সে সময়েই বোমা, ল্যান্ডমাইন ও এম-২৪ রাইফেল উদ্ধার হয়।
সেনা সূত্রে খবর, উদ্ধার হওয়া ল্যান্ডমাইনটির গায়ে যে তথ্য রয়েছে তা থেকে জানা গিয়েছে সেটি পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি। আর টেলিস্কোপিক স্নাইপার রাইফেলটি আমেরিকার তৈরি। জেনারেল ঢিলোঁ আরও জানান, তল্লাশি অভিযান এখনও চলছে। এটা থেকে স্পষ্ট যে এই ঘটনার সঙ্গে পাক সেনা প্রত্যক্ষ ভাবে জড়িত। তারা কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এটা কোনও ভাবেই হতে দেওয়া যাবে না।