জম্মু-কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের হামলা ভেস্তে দিল সেনা। সূত্রের খবর, ৪-৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কৃষ্ণা ঘাটি সেক্টর হয়ে পুঞ্চে ঢোকার চেষ্টা করছিল সাত অনুপ্রবেশকারী। সতর্ক হয়ে যায় টহলরত সেনা জওয়ানেরা। সেই অনুপ্রবেশ রুখে দেওয়ার চেষ্টা করতেই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে অনুপ্রবেশকারীরা। সেনার পাল্টা জবাবে সাত জনের মৃত্যু হয়।
সেনার এক সূত্রের দাবি, নিহত সাত জনের মধ্যে দু’-তিন জন পাক সেনা রয়েছেন। সূত্রের খবর, সীমান্তে সংঘর্ষের জন্য প্রশিক্ষিত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল। সেই দলে ছিলেন পাক সেনার দু’-তিন জন সদস্য। এ ছাড়া নিহতদের মধ্যে বাকিরা অল বদর জঙ্গিগোষ্ঠীর সদস্য বলেও দাবি করা হয়েছে।
সপ্তাহের শুরুতেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছিলেন যে, ভারতের সঙ্গে কাশ্মীর-সহ সব রকম সমস্যা মিটিয়ে নিতে চান তাঁরা। পাক প্রধানমন্ত্রীর ‘আলোচনার মাধ্যমে সব মিটিয়ে নিতে চাই’ ঘোষণার পরেও দেখা গিয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গিগোষ্ঠীগুলি পাক অধিকৃত কাশ্মীরে বৈঠক করেছে। আবার নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান।