Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পাল্টা হানা, নিহত দুই পাক সেনা

পাকিস্তানি সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) এসে দুই ভারতীয় জওয়ানের মুণ্ড কেটে নিয়ে যাওয়ার পরেই পাল্টা আঘাতের জন্য চাপ বাড়ছে দিল্লির উপরে।

সাবির ইবন ইউসুফ
শেষ আপডেট: ৩১ মে ২০১৭ ০৪:১৭
Share: Save:

ও-পার থেকে নিরন্তর আসছে গোলাগুলি। এ-পারে এসে জওয়ানদের মুণ্ড কেটে নিয়ে যাচ্ছে পাক বাহিনী। আজ ভারত জোরালো জবাব দিল তার। নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি সেনার উপরে কম্যান্ডো হানা চালাল সেনা। এই হানায় দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে সেনা সূত্রের দাবি। ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে শ্রীনগর-মুজফ্ফরাবাদ বাস পরিষেবা। তবে হামলা নিয়ে এখনও সরকারি ভাবে মুখ খোলেনি সেনা বা নরেন্দ্র মোদী সরকার।

পাকিস্তানি সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) এসে দুই ভারতীয় জওয়ানের মুণ্ড কেটে নিয়ে যাওয়ার পরেই পাল্টা আঘাতের জন্য চাপ বাড়ছে দিল্লির উপরে। গত সপ্তাহে উরিতেই নিয়ন্ত্রণরেখার কাছে দুই পাকিস্তানিকে খতম করেছে সেনা। সেনার দাবি, ওই দু’জন জঙ্গিদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছিল। সেনা সূত্রে খবর, আজ উরিতে নিয়ন্ত্রণরেখার দিকে পাক সেনার একটি কনভয় আসার খবর পান সেনা গোয়েন্দারা। ওই কনভয়ে ব্যাটের সদস্যরা আছে বলেও জানতে পারেন তাঁরা। আজ ভোরে উরি সেক্টরে চাকোতি-মুজফ্‌ফরবাদ রাস্তার পাশে একটি পাহাড়ের উপরে লুকিয়ে ছিলেন প্যারা কম্যান্ডোরা। পাক কনভয় দেখতে পেয়েই তার উপরে কামান থেকে হামলা চালান তাঁরা। সেনার দাবি, তাতে দুই পাক সেনা নিহত হন। আহত হন চার জন। সেনা সূত্রে খবর, রাতে নিয়ন্ত্রণরেখার কাছে পৌঁছে গিয়েছেন প্যারা কম্যান্ডো ইউনিটের অনেক সেনা।

ঘটনার পরেই বন্ধ হয়ে যায় শ্রীনগর-মুজফ্ফরাবাদ বাস পরিষেবা। সেটিকে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকতে দিতে রাজি হয়নি পাক সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Army Pakistani soldiers LoC POK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE