Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তুষারপাত সিকিমে, পর্যটক সরাল সেনা

দার্জিলিং ও কালিম্পঙের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হয়েছে।

সেনা ক্যাম্পে অসুস্থ পর্যটকেরা। —নিজস্ব চিত্র।

সেনা ক্যাম্পে অসুস্থ পর্যটকেরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গ্যাংটক শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০২:২৭
Share: Save:

আবার তুষারপাত পাহাড়ে। বুধবার সন্ধে থেকেই বরফ পড়া শুরু হয় সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু, নাথুলার মতো কিছু এলাকায়। বৃহস্পতিবারও সকাল থেকে পড়েছে বরফ। এ দিন দার্জিলিঙের সান্দাকফু, ফালুটেও ভালমাত্রায় তুষারপাত হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হয়েছে।

এ দিকে বুধবার সন্ধেয় তুষারপাতের জেরে সিকিমে আটকে পড়েছিলেন প্রায় শ’তিনেক পর্যটক। সেনার তরফে জানানো হয়েছে, বুধবার পর্যটকদের নিয়ে প্রায় ৬০টি গাড়ি ছাঙ্গু লেকে গিয়েছিল। রাস্তায় বরফ পড়ায় গাড়িগুলো আটকে যায়। পর্যটকদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও ছিলেন। বিপর্যয়ের খবর শুনেই স্থানীয় সেনা ছাউনি থেকে ওই এলাকায় পৌঁছোন জওয়ানেরা। তাঁরা পর্যটকদের উদ্ধার করে ১৭ মাইল সেনা ক্যাম্পে নিয়ে আসেন। সেনা সূত্রের খবর, উচ্চতা ও তুষারপাতের কারণে কয়েক জন পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের অ্যাম্বুল্যান্সে নিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে। পরে আটকে পড়া পর্যটকদের ধাপে ধাপে গ্যাংটকে পৌঁছে দেওয়া হয়েছে। গাড়িগুলোকেও গ্যাংটকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেও একই ভাবে দার্জিলিং এবং সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত হয়েছে। সিকিম প্রশাসনের তরফে নাথুলা, ছাঙ্গু যাওয়ার জন্য পর্যটকদের পারমিট দেওয়া হয়নি। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও আবহাওয়ার পরিস্থিতি একই থাকার সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Darjeeling Sikkim Snowfall Indian Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE