Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

ট্রাক্টর নিয়ে ঢুকব প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে, হুঙ্কার কৃষক নেতার

উদ্দালক ভট্টাচার্য
০৮ ডিসেম্বর ২০২০ ১৭:০৭
কিছুটা হুঁশিয়ারির সুরেই তিনি জানিয়ে দিলেন আন্দোলন থামানোর কোনও প্রশ্নই নেই। আরও বেশি মাত্রায় সরকারের উপর চাপ তৈরি করবেন তাঁরা।  ছবি: পিটিআই

কিছুটা হুঁশিয়ারির সুরেই তিনি জানিয়ে দিলেন আন্দোলন থামানোর কোনও প্রশ্নই নেই। আরও বেশি মাত্রায় সরকারের উপর চাপ তৈরি করবেন তাঁরা। ছবি: পিটিআই

আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও নতুন নতুন পথে প্রতিবাদ জোরাল করতে চাইছেন কৃষকরা। তারই এক বিশাল রূপ দেখা যাবে ২৬ জানুয়ারি। কৃষক নেতা, ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত আনন্দবাজার ডিজিটালকে জানালেন, ‘‘এতদিন ২৬ জানুয়ারির দিন দিল্লির মসৃণ রাজপথে অন্য সব গাড়ি চলেছে। এ বার ট্রাক্টর চলবে।’’

কিছুটা হুঁশিয়ারির সুরেই তিনি জানিয়ে দিলেন আন্দোলন থামানোর কোনও প্রশ্নই নেই। আরও বেশি মাত্রায় সরকারের উপর চাপ তৈরি করবেন তাঁরা। যতক্ষণ না সরকার নয়া কৃষি আইন প্রত্যাহার করছে ততক্ষণ কৃষকরা লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না। একমাস বাকি থাকতেই তাই ২৬ জানুয়ারির পরিকল্পনা তাঁরা স্থির করে ফেলেছেন। রাকেশ টিকায়েত জানিয়েছেন, ‘‘হাজার হাজার কৃষক এখানে জড়ো হয়েছেন। তাঁরা ২৬ জানুয়ারি ট্রাক্টর নিয়ে দিল্লির রাজপথে র‌্যালি করবেন। দেশের মানুষ দেখবে, যে মখমলের মতো রাস্তায় এতদিন নেতামন্ত্রীদের গাড়ি চলেছে, সেখানে ট্রাক্টরও চলতে পারে। শুধু মাঠে ঘাটে কেন চলবে ট্রাক্টর।’’

আরও পড়ুন: বন্‌ধের সন্ধ্যাতেই আলোচনায় আহ্বান শাহের, বৈঠকে যোগ দেবেন কৃষকরা

Advertisement

মঙ্গলরবারই এক প্রতিবাদী কৃষকের মৃত্যু হয়েছে দিল্লিতে। প্রচণ্ড ঠাণ্ডায় তিনি মারা গিয়েছেন বলে খবর। সেই নিয়েও সোমবার উষ্মা প্রকাশ করেন রাকেশ। তিনি বলেন, সরকারের দেখা উচিত, ‘‘এ ভাবে প্রচণ্ড ঠাণ্ডায় বসে থাকতে থাকতে কী পরিস্থিতর মুখে পড়তে হচ্ছে আমাদের।’’ সম্পূর্ণ কৃষি আইন প্রত্যাহারের দাবি থেকে যে আর অন্য কোনও রাস্তায় হাঁটতে চাইছেন না প্রতিবাদী কৃষকরা, ফোনে সেটাও মনে করিয়ে দেন তিনি।

আরও পড়ুন: বিজেপি নিজের মিছিলে নিজেই লোক মারে, বললেন মমতা

আরও পড়ুন

Advertisement