Advertisement
E-Paper

জঙ্গি নেতা জাকিরের বিষোদ্গার, পাল্টা জবাব ভারতীয় মুসলিমদের

সম্প্রতি একটি অডিও প্রকাশ করেছে আল কায়দা। তাতেই ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করতে শোনা গিয়েছে জাকিরকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৮:১২
জঙ্গি নেতা জাকির মুসা— ফাইল ছবি

জঙ্গি নেতা জাকির মুসা— ফাইল ছবি

ভারতে বসবাসকারী মুসলিমরা জিহাদে অংশ নেয় না, সেই ‘অপরাধে’ তাদের ‘নির্লজ্জ’ ও ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করল জঙ্গি নেতা জাকির মুসা। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রাক্তন কমান্ডার এবং বর্তমানে আল কায়েদার অন্যতম সদস্য এই জাকির।এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে ভারতীয় মুসলিম সম্প্রদায়। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মৌলানা কাসমির স্পষ্ট মত, ‘‘এ জাতীয় মন্তব্য যারা করে, তাদের মুসলিম বলে আমরা মনে করি না। ইসলাম সম্পর্কে কোনও জ্ঞান না থাকার কারণেই এই মন্তব্য করেছে সে।’’

সম্প্রতি একটি অডিও প্রকাশ করেছে আল কায়দা। তাতেই ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করতে শোনা গিয়েছে জাকিরকে। যে প্রোফাইল থেকে অডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে আল কায়দার কালো পতাকা দিয়ে ঢাকা বিশ্বের মানচিত্র এবং তার দু’পাশে দু’টি একে ৪৭। অডিওতে শুনতে পাওয়া গলা জাকির যে মুশারই, সেটি নিশ্চিত করেছেন জম্মু-কাশ্মীরের দুই ঊধ্বর্তন পুলিশকর্তা। যদিও, নিরাপত্তার কারণে ওই দুই পুলিশকর্তার পরিচয় গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন: লন্ডন হামলায় খতম তিন চক্রীকে শনাক্ত করল পুলিশ

কাশ্মীরি টানে উর্দু ভাষায় উচ্চারিত ওই অডিওতে মুসাকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভারতীয় মুসলমানরা সব থেকে বেশি নির্লজ্জ। নিজেদের মুসলিম বলতে এদের লজ্জা হওয়া উচিত। তারা এতটাই নির্লজ্জ যে, লাঞ্ছনা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। জিহাদেও অংশ নেয় না।’’ ওই জঙ্গি নেতা রীতিমতো উস্কানির সুরে বলেছে, বিশ্বে এখন কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করছে। সবার উচিত এক সঙ্গে জিহাদে অংশ নেওয়া।

প্রত্যাশিতভাবেই জঙ্গি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা। এ প্রসঙ্গে লেখক আবুল বাশার বলেছেন, ‘‘জঙ্গিরা ইসলামের অপব্যাখ্যা করে, এই জঙ্গি নেতার মন্তব্য সে কথা ফের প্রমাণ করল। ইসলাম কোনওদিনই মানুষকে হত্যা করার কথা বলে না। জঙ্গিরা যাকে ইসলাম বলে দাবি করে, আসলে সেটি ইসলাম নয়। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই মন্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।’’ আরও এক ধাপ এগিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির অভিমত, ‘‘এই সব মানুষের কাছ থেকে ইসলামের ব্যাখ্যা শোনার কোনও প্রশ্নই ওঠে না।’’ জঙ্গি নেতার মন্তব্যের নিন্দা করে নাখোদা মসজিদের ইমামের স্পষ্ট মত, ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে এরা।

Hizbul Mujahideen Zakir Musa Al- Qaeda হিজবুল মুজাহিদিন আল কায়েদা জাকির মুসা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy