ইরাকে নিহত ৩৯ জন ভারতীয়ের অধিকাংশকেই মাথায় গুলি করা হয়েছিল বলে জানাল সে দেশের সরকার।
ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত ওই ভারতীয়দের মৃত্যুর কথা মঙ্গলবার অবশেষে মেনে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। মসুলের কাছে বাদুস এলাকা থেকে পাওয়া দেহাবশেষের ডিএনএ পরীক্ষার পরে তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।
এই পরীক্ষার মূল দায়িত্বে ছিলেন ইরাকের ফরেন্সিক বিভাগের অধিকর্তা জাইদ আলি আব্বাস। তিনি বলেছেন, ‘‘দেহাবশেষ হিসেবে আমরা কেবল কঙ্কালই পেয়েছিলাম। পেশি বা কোষের চিহ্নমাত্র ছিল না। ওঁদের অন্তত এক বছর আগে খুন করা হয়েছিল।’’