মঙ্গলবার দেশে করোনা সংক্রমণ নেমেছিল তিন লক্ষের নীচে। তার পর থেতে তিন লক্ষের নীচেই রয়েছে করেোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে দু’লক্ষ ৮৬ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘন্টায় ০.১ শতাংশ বৃদ্ধি পেলেও এখনও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার। বুধবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল, ১৬.১৬ শতাংশ। কিন্তু বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ। সাপ্তানিক সংক্রমণের হার ১৭.৭৫ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মোট ৫৭৩ জন মারা গিয়েছেন যা বুধবারের তুলনায় কম। বুধবার করোনা আক্রান্ত হয়ে ৬৬৫ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে পৃথিবীর সব থেকে করোনাগ্রস্থ দেশ আমেরিকা। এর পরই রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৩ লক্ষ ৭১ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৫.৪৬ শতাংশ। দেশ জুড়ে সুস্থতার হার কমে ৯৩.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।