বিমানসেবিকার শ্লীলতাহানি করার অভিযোগে এক যাত্রীকে গ্রেফতার করা হল। অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন ওই যাত্রী। বিমানের টয়লেটের সামনে এক বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ করেন তিনি।
ঘটনাটি ঘটেছে দিল্লি-শিরিডি ইন্ডিগোর একটি বিমানে। শুক্রবার ওই বিমানটি দিল্লি থেকে শিরডির উদ্দেশে যাচ্ছিল। অভিযোগ, বিমানে থাকা এক যাত্রী বিমানসেবিকার শরীর স্পর্শ করেন। বার বার বারণ করা সত্ত্বেও বিমানসেবিকার নিষেধ মানেননি ওই যাত্রী। তখন বিমানসেবিকা বিষয়টি তাঁর অন্য সহকর্মীদের জানান। বিমানটি শিরিডির বিমানবন্দরে নামার পরই অভিযুক্তকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিমানবন্দর থেকে ওই যাত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। তার পরে তাঁর মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ। ধরা পড়ে, মত্ত অবস্থায় ছিলেন ওই যাত্রী।
আরও পড়ুন:
বিমান সংস্থার তরফে জানানো হয়, গত ২ মে শিরিডিগামী ৬ই ৬৪০৪ বিমানে এক অনভিপ্রেত ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পরই উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য দেখা যেমন তাদের কর্তব্য, তেমনই কর্মীদের সুরক্ষা বিষয়টি প্রাধান্য পায়।