অবতরণের আগেই বিমানের সামনের কাচে ফাটল (উইন্ডস্ক্রিন) লক্ষ্য করেন পাইলট। তবে বড় কোনও বিপদের আগে বিমানটিকে নিরাপদে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করানো হয়। কী ভাবে কাচে ফাটল ধরল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ঘটনাটি ঘটেছে, মাদুরাই থেকে চেন্নাইগামী এক ইন্ডিগো বিমানে। ওই বিমানে ৭৬ জন যাত্রী ছিলেন। শনিবার সকালে ওই বিমান চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় পাইলট উইন্ডস্ক্রিনে ফাটল দেখতে পান। তড়িঘড়ি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে অবতরণের পর বিমানটিকে পৃথক একটি স্থানে নিয়ে যাওয়া হয়। বিমান সংস্থা জানিয়েছেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। বিমানবন্দরে অবতরণের পর ওই উইন্ডস্ক্রিন প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। ওই বিমানে থাকা সব যাত্রীকেই নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ইন্ডিগোর ওই বিমানটি আবার চেন্নাই থেকে মাদুরাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু উইন্ডস্ক্রিন সমস্যার কারণে, সেই যাত্রা বাতিল করেন ইন্ডিগো কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য বিকল্প কোনও উড়ানের ব্যবস্থা করা হয়েছে কি না, তা জানা যায়নি। ইন্ডিগো আনুষ্ঠানিক ভাবে এখনও এই ঘটনায় কোনও বিবৃতি জারি করেনি।