শিনা বরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। শুক্রবার দুপুর থেকে অচৈতন্য অবস্থায় মুম্বইয়ের জেজে হাসপাতালে চিকিত্সাধীন তিনি। শনিবার আবস্থার সামান্য উন্নতি হলেও, এখনও বিপন্মুক্ত নন। রয়েছেন আধা আচ্ছন্ন অবস্থায়। ওষুধের ওভারডোজই ইন্দ্রাণীর অসুস্থ হয়ে পড়ার কারণ। এমনটাই ধারণা চিকিত্সকদের। পুলিশের সন্দেহ, বেশি ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইন্দ্রাণী।
কিন্তু কী করে এত ওষুধ পেলেন ইন্দ্রাণী?
জেলে থাকাকালীনই জেজে হাসপাতালের চিকিত্সকরা তাঁকে দেখেছিলেন। অবসাদ আর উদ্বেগজনিত সমস্যার জন্য ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে। ওষুদ দেওয়া হয়েছিল ম়ৃগীরও। গত ১১ সেপ্টেম্বর ইন্দ্রাণীর জন্য প্রতিদিন দু’টি করে ট্যাবলেট প্রেসক্রাইব করেন চিকিত্সকরা। পুলিশের সন্দেহ, প্রতিদিন সেই ওষুধ না খেয়ে জমিয়ে রাখছিলেন ইন্দ্রাণী এবং সেই জমানো ওষুধ খেয়েই শুক্রবার আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। জেলে অন্য কোনওভাবে ইন্দ্রাণী বেশি ওষুধ জোগার করেছিলেন কিনা তার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
শনিবার জেজে হাসপাতালে চিকিত্সাধীন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তাঁর ব্যক্তিগত আইনজীবী গুঞ্জন মঙ্গলা, কিন্তু তাঁকে ইন্দ্রাণীর সঙ্গে দেখা করতে দিল না হাসপাতাল কর্তৃপক্ষ। আদালতের অনুমতি ছাড়া শিনা বোরা খুনে মূল অভিযুক্ত ইন্দ্রাণীর সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া যাবে না বলে জানানো হয়। হাসপাতালের ডিন ডঃ টিপি লাহানের সঙ্গে দেখা করেন গুঞ্জন মঙ্গলা। ঘণ্টাখানেক তাঁদের মধ্যে চলে বৈঠক। গুঞ্জনকে লাহানে জানান,আপাতত তিন দিন হাসপাতালে রাখা হবে তাঁর মক্কেলকে।
ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের অসুস্থতার ঘটনাকে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তাঁর অসুস্থতায় বাইকুল্লা জেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কী না তাও খতিয়ে দেখা হবে।